রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজে টিচিং এবং নন টিচিং স্টাফ নিয়োগ, শীঘ্রই অনলাইনের মাধ্যমে আবেদন করুন

Engineering college teaching and non teaching staff recruitment 2023

গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি হল শিক্ষা মন্ত্রণালয়, ভারত সরকারের অধীনস্থ একটি কলেজ। এটি রাজ্যের মালদা জেলাতে অবস্থিত। এখানে টিচিং এবং নন টিচিং স্টাফ নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এই নিয়োগের সম্পর্কে আরও বিশদে জেনে নিন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- 02/2023

নোটিশ প্রকাশের তারিখ- 09.09.2023

টিচিং পদ

1. কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং / Computer Science Engineering

শূন্যপদ- 1 টি প্রফেসর পদে নিয়োগ হবে।

যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে Ph. D এবং 10 বছরের শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন- মাসিক 144200-211800 টাকা বেতন দেওয়া হবে।

2. ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / Electrical Engineering

শূন্যপদ- 1 টি প্রফেসর পদে নিয়োগ হবে।

যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে Ph. D এবং 10 বছরের শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন- মাসিক 144200-211800 টাকা বেতন দেওয়া হবে।

3. ফিজিক্স / Physics

শূন্যপদ- 1 টি প্রফেসর পদে নিয়োগ হবে।

যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে Ph. D এবং 10 বছরের শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন- মাসিক 144200-211800 টাকা বেতন দেওয়া হবে।

4. ম্যাথেম্যাটিক্স / Mathematics

শূন্যপদ- 1 টি অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিয়োগ হবে।

যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে Ph. D এবং 8 বছরের শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন- মাসিক 131400-204700 টাকা বেতন দেওয়া হবে।

নন টিচিং পদ

1. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট / Junior Assistant

শূন্যপদ- 2 টি শূন্যপদে নিয়োগ হবে।

যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ করার সাথে 35 w.p.m টাইপিং স্পিড থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 27 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন যোগ্য।

বেতন- মাসিক 19900-63200 টাকা বেতন দেওয়া হবে।

2. মাল্টি টাস্কিং স্টাফ / Multi Tasking Staff

শূন্যপদ- 3 টি শূন্যপদে নিয়োগ হবে।

যোগ্যতা- মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে এখানে।

বয়সসীমা- সর্বোচ্চ 27 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন যোগ্য।

বেতন- মাসিক 18000 – 56900 টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষার মাধ্যমে এখানে নন টিচিং প্রার্থীদের নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অনলাইনে। এর জন্য https://career.gkciet.ac.in/ ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ক্রমে ক্রমে নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদন মূল্য জমা দিয়ে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

  • GEN, OBC প্রার্থীদের জন্য এখানে আবেদন মূল্য বাবদ 1500 টাকা ধার্য করা হয়েছে।
  • SC/ST প্রার্থীদের জন্য এখানে আবেদন মূল্য বাবদ 1500 টাকা ধার্য করা হয়েছে।
  • PWD/Women দের কোনো আবেদন মূল্য দিতে হবে না।

গুরুত্বপূর্ণ তারিখ

এখানে, আবেদন করার শেষ দিন- 29.09.2023

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 প্রাইমারি টেট পরীক্ষা মানেই নিয়োগ নয়! তাহলে প্রতি বছর কেন হবে টেট? জানালেন পর্ষদ সভাপতি

👉 WBPSC এর তরফে নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি হলো, আজ থেকে আবেদন শুরু হচ্ছে

👉 NABARD এ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন 44 হাজার 500 টাকা

👉 রাজ্যের SC, ST, OBC দপ্তরে চাকরি! লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

👉 ৯ বছরের অপেক্ষার অবসান! পুজোর আগেই ১৩ হাজারের বেশি নিয়োগ সম্পন্ন করবে SSC

Previous articleপ্রাইমারি টেট পরীক্ষা মানেই নিয়োগ নয়! তাহলে প্রতি বছর কেন হবে টেট? জানালেন পর্ষদ সভাপতি
Next article২৬৭২ শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, বিস্তারিত আপডেট দেখুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here