পশ্চিমবঙ্গের মালদা জেলার ইংলিশ বাজার পৌরসভা থেকে নিয়োগের একটি বিজ্ঞপ্তি হল। দীনদয়াল অন্তদয় যোজনা ন্যাশনাল আরবান লিভলিহুড মিশনের অধীনে CSP অর্থাৎ কমিউনিটি সার্ভিস প্রোভাইডার পদে এই নিয়োগ করা হবে। মাধ্যমিক এবং অন্যান্য কিছু দরকারি যোগ্যতা থাকলেই এই চাকরির জন্য আবেদন করা যাবে।
এবার আমরা জেনে নেব ইংলিশ বাজার পৌরসভাতে কোন পদে নিয়োগ করা হবে, বেতন কিভাবে দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি কি চাওয়া হয়েছে এবং ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা কিভাবে আবেদন করতে পারবে ইত্যাদি সম্পর্কে।
English Bazar Municipality CSP Recruitment 2023
অফিসিয়াল বিজ্ঞপ্তি নম্বর: 01/EBM-CLFESP/22-23
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 31.12.2022
আবেদনের মাধ্যম: অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
ইংলিশ বাজার পৌরসভায় CSP পদে নিয়োগের বিস্তারিত তথ্য (English Bazar Municipality CSP Recruitment Details)
পদের নাম:
কমিউনিটি সার্ভিস প্রোভাইডার (Community Service Provider- CSP)
মাসিক বেতন:
পৌরসভা দপ্তরের নিয়ম অনুযায়ী প্রতি মাসে বেতন দেওয়া হবে। বেতনের সঠিক পরিমাণ সম্পর্কে অফিসিয়াল নিয়োগের বিজ্ঞপ্তিতে বিশেষ কিছু জানানো হয়নি।
বয়সসীমা:
উক্ত পদে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স 1 জানুয়ারি 2023 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা:
- আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে।
- SHG এর একজন সক্রিয় মেম্বার এবং বিগত তিন বছরের Panchasutra অনুসরণকারী হতে হবে।
- ট্রেনিং এবং কমিউনিকেশন স্কিল থাকতে হবে।
- নতুন স্কিল শেখার এবং নতুন জ্ঞান অর্জনের ইচ্ছা থাকতে হবে এবং শারীরিকভাবে ফিট হতে হবে।
- দরকার পড়লে পৌরসভা/জেলা/রাজ্যের বাইরে যাওয়ার ইচ্ছা থাকতে হবে।
নিয়োগ প্রক্রিয়া:
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে CSP পদের জন্য প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
চাকরির ধরন:
অফিসিয়াল বিজ্ঞপ্তির প্রথমেই বলা হয়েছে, সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে এক বছরের জন্য নিয়োগ করা হবে। তবে এক বছর পর ভালো কাজ করে থাকলে চাকরির সময়সীমা বাড়ানো হবে।
আবেদন প্রক্রিয়া:
(1) অফিসিয়াল বিজ্ঞপ্তি তিন নম্বর পেজে আবেদন করার জন্য একটি ফর্ম দেওয়া রয়েছে। ওই ফর্মটি ফিলাপ করে নির্দিষ্ট ঠিকানা জমা করতে হবে।
(2) তাই আবেদনকারীকে প্রথমেই নিচে দেওয়া লিংকে ক্লিক করে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে। তারপর বিজ্ঞপ্তি থেকে তিন নম্বর পেজের ফর্মটি প্রিন্ট করতে হবে।
(3) প্রিন্ট করা ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে ফর্মের সাথে দরকারি সমস্ত ডকুমেন্টস এর জেরক্সগুলি জুড়ে দিতে হবে।
(4) সবশেষে আবেদন করার ফর্ম এবং দরকারী ডকুমেন্টস গুলিকে একসঙ্গে একটি খামে ভরে নিচের দেওয়া ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্রের সঙ্গে যেসমস্ত ডকুমেন্টস দিতে হবে:
(1) শিক্ষাগত যোগ্যতার মার্কসিট, সার্টিফিকেট।
(2) বয়সের প্রমাণপত্র হিসেবে জন্ম সার্টিফিকেট অথবা (3) মাধ্যমিকের এডমিট কার্ড
(4) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
(5) দুই কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি।
(6) 40 টাকার পোস্টেজ স্ট্যাম্প লাগানো দুটি খাম।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
Chairperson/Secretary, English Bazar Municipality No. 1 City Level Federation, English Bazar Municipality, Netaji Subhas Road, Po & District- Malda, Pin- 732101 (W.B)
আবেদন ফি:
আবেদন করার জন্য আলাদা করে কোন টাকা লাগছে না।
নিয়োগের গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ | 31.12.2022 |
আবেদন শুরু | 31.12.2022 |
আবেদন শেষ | 15.01.2023 |
বিঃদ্র: নতুন কোনো চাকরি ও কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ আবেদন করার ফর্ম | Download |
✅ ডেইলি চাকরির আপডেট | Job Update |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 নতুন বছরে রাজ্য সরকারে ৭,৫০০ চাকরি