EPFO-তে গ্রুপ C পদে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করতে হচ্ছে | EPFO Group C Recruitment

EPFO Group C Stenographer Recruitment

EPFO অর্থাৎ Employees’ Providence Fund Organization-তে গ্রুপ সি পদে স্টেনোগ্রাফার নিয়োগ করা হবে জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দেশের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

যে পদে নিয়োগ করা হবে

স্টেনোগ্রাফার (Stenographer- Group C)

মোট শূন্যপদ 

মোট 185 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক (HS) পাশ করে থাকতে হবে। সাথে মিনিটে 80 টি শব্দ লেখার স্টেনোগ্রাফিক দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা 

18 থেকে 27 বছরের মধ্যে যাদের বয়স, তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি 

এখানে দুই ধাপে পরীক্ষা নিয়ে প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রথমে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। এখানে General Aptitude এবং General Awareness থেকে 50 টি করে এবং English Language and Comprehension থেকে 100 টি প্রশ্ন আসবে। প্রতিটি প্রশ্নের মান হবে 4। মোট 800 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। সময় থাকবে 2 ঘন্টা 10 মিনিট।

লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের স্কিল টেস্টের জন্য ডাকা হবে। স্কিল টেস্টে ডিকটেশন এবং ট্রানস্কিপশনের দক্ষতা যাচাই করে দেখা হবে। তবে এটি কোয়ালিফাইং টেস্ট, অর্থাৎ পাশ করা আবশ্যিক কিন্তু এখানের নম্বর মেরিট লিস্ট তৈরিতে যোগ করা হবে না।
কেবলমাত্র প্রথম ধাপে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই মেরিট লিস্ট তৈরি করে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে এখানে। এর জন্য https://recruitment.nta.nic.in অথবা www.epfindia.gov.in ওয়েবসাইটে গিয়ে ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন করার ডাইরেক্ট লিংক এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার অফিসিয়াল লিংক আবেদনকারীদের সুবিধার জন্য নিচে দেওয়া আছে। নিচের ওই লিংকে ক্লিক করে খুব সহজেই আবেদন করতে পারবেন। 

আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য কেবলমাত্র জেনারেল পুরুষদের 700 টাকা আবেদন মূল্য দিতে হবে। 

আবেদনের সময়সীমা

26/04/2023 তারিখ এখানে আবেদন করার শেষ দিন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অনলাইনে আবেদন করুন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও Job আপডেট 👇👇