17710 শূন্যপদে কেন্দ্রীয় শ্রম দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি

ESIC 17710 Recruitment Notification 2023

এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশনের তরফ থেকে একটি মেমোরেন্ডাম প্রকাশিত হয়েছে। এখানে অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগের কথা প্রকাশিত হয়েছে। দেশের সমস্ত যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- A-12(11)14/2023-E.I.

নোটিশ প্রকাশের তারিখ- 13/10/2023

যে পদে নিয়োগ করা হবে

1. মাল্টি টাস্কিং স্টাফ / Multi Tasking Staff

শূন্যপদ- 3341 টি শূন্যপদে নিয়োগ হবে।

যোগ্যতা- মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে এখানে। সাথে এক বছরের কম্পিউটারের ডিপ্লোমা থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 25 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন যোগ্য।

বেতন- মাসিক 18,000-56,900 টাকা বেতন দেওয়া হবে।

2. লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট / LDC cum Typist

শূন্যপদ- 1923 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- প্রোমোশনের ভিত্তিতে নিয়োগ করা হবে।

বেতন- মাসিক 19,900-63,200 টাকা বেতন দেওয়া হবে।

3. আপার ডিভিশন ক্লার্ক / Upper Division Clerk

শূন্যপদ- এখানে 6435 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- গ্র্যাজুয়েশন পাশের সাথে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 27 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন যোগ্য।

বেতনক্রম- লেভেল 4 অনুসারে এখানে 25,500-81,100 টাকা বেতন দেওয়া হবে।

4. হেড ক্লার্ক / অ্যাসিস্ট্যান্ট / Head Clerk/Assistant

শূন্যপদ- এখানে 3415 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- প্রোমোশনের ভিত্তিতে নিয়োগ করা হবে।

বেতনক্রম- 35,400-1,12,400 টাকা বেতন দেওয়া হবে।

5. সোশ্যাল সিকিউরিটি অফিসার / Social Security Officer

শূন্যপদ- এখানে 2569 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- গ্র্যাজুয়েশন পাশের সাথে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন যোগ্য।

বেতনক্রম- 44,900-1,42,400 টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

অফিসিয়াল নোটিশে এখনও আবেদন পদ্ধতি সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।

আবেদনের সময়সীমা

বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই। এই বিষয়ে কোনো আপডেট এলেই তা পাঠকদের সাথে শেয়ার করা হবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 তাপবিদ্যুৎ কর্পোরেশনে চাকরির বিজ্ঞপ্তি, 10 নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন চলবে

👉 IRCON ইন্টারন্যাশনাল লিমিটেডে বিভিন্ন পদে চাকরির বিজ্ঞপ্তি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

👉 ভারতীয় এক্সপোর্ট-ইম্পোর্ট ব্যাঙ্কে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো, 55 হাজার টাকা মাসিক বেতন

👉 ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে চাকরির বিজ্ঞপ্তি! মাসিক বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি

Previous articleরাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে গ্রুপ-সি নিয়োগ! মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় চাকরি
Next articleরাজ্যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি, 21 নভেম্বর অবধি আবেদন চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here