ESIC তে অনেকগুলি পদে চাকরির বিজ্ঞপ্তি, 30 অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন চলবে

ESIC recruitment 2023 apply online

এমপ্লয়িজ স্টেট ইন্সিউরেন্স কর্পোরেশন বা সংক্ষেপে ESIC তে অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। বিভিন্ন ধরনের পদ রয়েছে এখানে। প্রতিটি রাজ্যের জন্য বিভিন্ন শূন্যপদ রয়েছে। এই প্রতিবেদনে কেবলমাত্র পশ্চিমবঙ্গের শূন্যপদগুলির বিষয়ে আলোচনা করা হল। অন্যান্য রাজ্যের শূন্যপদগুলির বিষয়ে জানতে ESIC এর অফিসিয়াল ওয়েবসাইটটি দেখুন।

নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ করা হবে

1. সোশ্যাল ওয়ার্কার / Social Worker

শূন্যপদ- 4 টি শূন্যপদ রয়েছে।

2. ECG টেকনিশিয়ান / ECG Technician

শূন্যপদ- 3 টি শূন্যপদ রয়েছে।

3. ডেন্টাল মেকানিক / Dental Mechanic

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

4. জুনিয়র রেডিওগ্রাফার / Junior Radiographer

শূন্যপদ- 9 টি শূন্যপদ রয়েছে।

5. জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট / Junior Medical  Laboratory Technologist

শূন্যপদ- 9 টি শূন্যপদ রয়েছে।

6. মেডিকেল রেকর্ড অ্যাসিস্ট্যান্ট / Medical Record Assistant

শূন্যপদ- 3 টি শূন্যপদ রয়েছে।

7. OT অ্যাসিস্ট্যান্ট / OT Assistant

শূন্যপদ- 3 টি শূন্যপদ রয়েছে।

8. ফার্মাসিস্ট / Pharmacist (Allopathic, Ayurveda, Homeopathy)

শূন্যপদ- 10 টি শূন্যপদ রয়েছে।

মোট 42 টি শূন্যপদ রয়েছে পশ্চিমবঙ্গে।

যোগ্যতা

এখানে মোট 8 ধরনের পোস্ট আছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের জন্য যে যোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।

বয়সসীমা

প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বয়সসীমা রয়েছে। এর মধ্যে সর্বনিম্ন 18 বছর থেকে 32 বছরের মধ্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

মাসিক বেতন

পদ অনুসারে লেভেল 2 থেকে লেভেল 5 পর্যন্ত বেতন দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি

কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের www.esic.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে ফর্মটি সাবমিট করতে হবে। সবশেষে দিতে হবে আবেদন মূল্য।

আবেদন মূল্য

আবেদন মূল্য নিম্নরূপ:

1. Gen/OBC/EWS – 500 টাকা

2. SC/ST/Female / PWD – 250 টাকা

আবেদনের সময়সীমা

আবেদন শেষ হবে- 30/10/2023

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 ICMR এ গ্রুপ-সি চাকরির বিজ্ঞপ্তি! শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

👉 SSB তে সাব ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি! শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

👉 রাজ্য মৎস্য উন্নয়ন দপ্তরে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে

👉 রাজ্যে নতুন ১২ হাজার পুলিশ নিয়োগ, এর মধ্যে ১ হাজার স্পেশাল নিয়োগ

Previous articleICMR এ গ্রুপ-সি চাকরির বিজ্ঞপ্তি! শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
Next articleAIIMS এ গ্রুপ-সি পদে চাকরি! মোট শূন্যপদ, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here