ESIC Recruitment 2024: এমপ্লয়িস স্টেট ইন্সুরেন্স কর্পোরেশন বা ESIC সংস্থা একাধিক পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। এখানে যে সমস্ত পদে কর্মী নিয়োগ হবে সেগুলি হল- আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টি টাস্কিং স্টাফ, এ ছাড়া অন্যান্য পদ রয়েছে।
পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতের চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে। এই সমস্ত পদগুলিতে ছেলে-মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে খুব সহজেই অনলাইনের মাধ্যমে।
আজকের এই প্রতিবেদনে জানিয়ে দেব এখানে কোন কোন পদে নিয়োগ হবে, মোট শূন্যপদ কত থাকবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, নিয়োগ প্রক্রিয়া এবং আবেদন পদ্ধতি সম্পর্কে।
পদের নাম | আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টি টাস্কিং স্টাফ ইত্যাদি |
শূন্যপদ | বিজ্ঞপ্তি প্রকাশ হলে জানা যাবে |
বেতন | পদের উপর নির্ভর করবে |
যোগ্যতা | মাধ্যমিক/ গ্রাজুয়েশন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
পদের নাম এবং শূন্যপদ (Post Name & Vacancy)
ESIC- এর এই নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন পদে নিয়োগ হবে। পদগুলি হল –
- UDC (আপার ডিভিশন ক্লার্ক),
- LDC (লোয়ার ডিভিশন ক্লার্ক),
- MTS (মাল্টি টাস্কিং স্টাফ),
- হেড ক্লার্ক (Head Clerk),
- সোশ্যাল সিকিউরিটি অফিসার,
- ম্যানেজার গ্রেড II এবং
- সুপারিনটেনডেন্ট
শূন্যপদ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনই দেওয়া যাচ্ছে না। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হলে শূন্যপদ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এখানে বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। নীচে সেগুলি আলোচনা করা হল-
- আপার ডিভিশন ক্লার্ক- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে অবশ্যই যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করে থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে কম্পিউটার সম্বন্ধে প্রাথমিক জ্ঞান থাকতে হবে।
- MTS বা মাল্টি টাস্কিং স্টাফ- এই পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড বা বিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা (Age Limit)
এখানে বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা বয়সসীমা চাওয়া হয়েছে।
- আপার ডিভিশন ক্লার্ক- এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
- মাল্টি টাস্কিং স্টাফ- এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণিরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে।
ক্যাটাগরি | বয়সের ছাড় |
SC/ST | ৫ বছর |
OBC | ৩ বছর |
PWD | ১০ বছর |
মাসিক বেতন (Monthly Salary)
প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। নীচে বেতন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল-
পদের নাম | বেতন |
আপার ডিভিশন ক্লার্ক- | ২৫,৫০০ – ৮১,১০০/- |
মাল্টি টাস্কিং স্টাফ- | ১৮,০০০ – ৫৬,৯০০/- |
লোয়ার ডিভিশন ক্লার্ক- | ১৯,৯০০ – ৬৩,২০০/- |
হেড ক্লার্ক/অ্যাসিস্ট্যান্ট | ৩৫,৪০০ – ১,১২,৪০০/- |
সোশ্যাল সিকিউরিটি অফিসার/ম্যানেজার গ্রেড II/সুপারিনটেনডেন্ট | ৪৪,৯০০ – ১,৪২,৪০০/- |
নিয়োগ প্রক্রিয়া (Selection Process)
এখানে প্রার্থীদের কয়েকটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রধানমতো প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা বা প্রাথমিক পরীক্ষা নেওয়া হবে। তারপর এই পরীক্ষায় যারা যারা পাশ করবে তাদেরকে মেইন পরীক্ষা নেওয়া হবে। মেইন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দক্ষতা পরীক্ষা এবং ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করা হবে। MTS পদের জন্য কোনরকম দক্ষতা পরীক্ষা হবে না।
আরও আপডেটঃ CashKaro Internship 2024: ক্যাশকরো ইন্টার্নশিপে প্রতি মাসে ১৮০০০ টাকা, আবেদন করলেই পাবেন
আবেদন পদ্ধতি (Application Process)
ESIC নিয়োগ ২০২৪-এর জন্য আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। অনলাইনে আবেদন করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন-
- সর্বপ্রথম ESIC-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর “Recruitment” সেকশনের মধ্যে “Apply online for Recruitment to the post of UDC/MTS in ESIC” লিংকে ক্লিক করতে হবে।
- তারপর যে পদের জন্য আবেদন করবেন সেই পদ নির্বাচন করতে হবে।
- এরপর আপনার সমস্ত তথ্য এবং ডকুমেন্ট আপলোড করতে হবে।
- তারপর আবেদন ফি প্রদান করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ESIC নিয়োগ ২০২৪-এর অফিশিয়াল বিজ্ঞপ্তি এখনো প্রকাশ হয়নি। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here