1/8: পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতি ও চাকরি বিক্রির ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তার রেশ জাতীয় স্তরে গিয়েও পৌঁছেছে। এরই মধ্যে বেআইনিভাবে নিয়োগ হওয়া বহু শিক্ষকের চাকরি বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট।
2/8: যদিও এই সংক্রান্ত বেশ কয়েকটি ক্ষেত্রের রায়ের উপর স্থগিতাদেশ জারি করেছে দেশের সর্বোচ্চ আদালত। এদিকে চাকরি বিক্রির ঘটনায় ক্রমশই রাজ্যের শাসকদলের একের পর এক নেতাকর্মীর নাম উঠে আসছে। তাঁদের মধ্যে অনেকে গ্রেফতারও হয়েছেন। এই কেলেঙ্কারিতে ফের রাজ্যের আরেক তৃণমূল নেতার নাম জড়িয়ে গেল। খোদ প্রতারিতরা নিজাম প্যালেসে গিয়ে সিবিআই-র কাছে এই বিষয়ে অভিযোগ দায়ের করেন।
3/8: উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার চারঘাট পঞ্চায়েতে বাড়ি মাজহার আলির। এই যুবকের দাবি, রাজ্যের প্রাথমিক স্কুলে শিক্ষকের চাকরি পাওয়ার জন্য তিনি এলাকার আরও আটজনের সঙ্গে মিলে তৃণমূল কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী নিখিল বিশ্বাসকে ৫৪ লক্ষ টাকা দিয়েছিলেন। কিন্তু আজও পর্যন্ত তাঁদের কারোর চাকরি হয়নি।
4/8: প্রাথমিক স্কুল শিক্ষকের চাকরি পাওয়া নিয়ে প্রতারিত মাজহার আলির অভিযোগ, তৃণমূল নেতা নিখিল বিশ্বাস ২০১৯ সালে তাঁদের কাছ থেকে ৫৪ লক্ষ টাকা নিয়েছিলেন প্রাথমিক স্কুলের চাকরি দেবেন বলে। জানিয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ আছে।
5/8: তাই চিন্তা নেই, সকলের প্রাথমিক শিক্ষকের চাকরি হয়ে যাবে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে বর্তমানে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের নাম শুনে মাজহার আলিরা ভেবেছিলেন সত্যিই বুঝি তাঁদের চাকরি হবে। তাই সঙ্গী সাথীরা মিলে নগদ ৫৪ লক্ষ টাকা তুলে দেন স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামীর হাতে।
6/8: সিবিআই-র কাছে এসে অভিযোগ জানানোর পর মাজহার আলি বাইরে বেরিয়ে সাংবাদিকদের জানান, তারা ২০১৪ সালের টেট পাস। সেই প্যানেলের নিয়োগের সময়ই তাঁদের চাকরি হয়ে যাবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়। তাঁরা মোটা টাকা দেওয়ার পর ভুয়ো এসএমএস, ওয়েবসাইটের নাম দেখিয়ে রিক্রুটমেন্ট কনফার্ম বলে দাবি করেন প্রতারক।
7/8: কিন্তু কিছুদিনের মধ্যেই তাঁরা বুঝতে পারেন এসব কিছু সত্যি নয়। এরপরই টাকা ফেরতের জন্য ওই তৃণমূল নেতার কাছে দরবার করলেও তিনি কোনও অর্থ ফেরত দেননি। তাই বছর তিনেক পর বাধ্য হয়ে তাঁরা সিবিআই-র দ্বারস্থ হন বলে প্রতারিত মাজহার আলি দাবি করেন।
8/8: টাকা লেনদেন এবং নিখিল বিশ্বাসের সঙ্গে তাদের কথোপকথনের কল রেকর্ডিং সিবিআই-র হাতে তুলে দেন এই যুবক। সেই সঙ্গে তার দাবি, বাদুড়িয়ার আরও কয়েকশো চাকরিপ্রার্থীকে এইভাবে প্রতারিত করা হয়েছে। কিন্তু তাঁরা ভয়ের চোটে সামনে আসতে পারছেন না।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।
এগুলিও পড়ুন 👇👇
- বিএড পাশেদের জন্য প্রাইমারি পর্ষদের বিজ্ঞপ্তি জারি
- রাজ্যের সরকারি স্কুলের শিক্ষা পদ্ধতিতে অন্যতম বদল
- অনেক আগেই এবারের গরমের ছুটি! কবে থেকে স্কুল-কলেজ ছুটি জানুন
- WBPSC নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি