বড়ো বদল এল EWS সংরক্ষণে। এবার থেকে রাজ্যের জেনারেল প্রার্থীদের পাশাপাশি EWS সংরক্ষণে অংশ নিতে পারবেন OBC প্রার্থীরাও! রাজ্যের তরফে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হল।
সরকারের তরফে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে রাজ্যের যেসব OBC প্রার্থীরা সেন্ট্রাল লিস্টের অন্তর্ভুক্ত নন, তারা এবার থেকে EWS সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। এর ফলে রাজ্যের OBC রা আগামী দিনে EWS সার্টিফিকেটের সুবিধা নিতে পারবেন।
EWS এর ব্যাপারে সমস্ত তথ্য এই প্রতিবেদনে আলোচনা করা হল। এই সার্টিফিকেটের উপকারিতা, যোগ্যতা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে জানতে এই প্রতিবেদনেটি পড়ুন।
EWS এর পুরো নাম কী?
EWS এর ফুল ফর্ম হলো Economically Weaker Section, যার বাংলা তর্যমা করলে দাঁড়ায়, ‘অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ’।
EWS সার্টিফিকেটের সুবিধা কী?
EWS সার্টিফিকেটটি সরকারের তরফে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জেনারেল জাতিভুক্তদের জন্য চালু করা হয়েছিল। এই সংরক্ষণের মাধ্যমে, সরকারি চাকরি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে মোট আসনের 10 শতাংশ আসন সংরক্ষণ করে রাখা হয়।
EWS সার্টিফিকেট পাওয়ার জন্য কী যোগ্যতার প্রয়োজন?
1) এত দিন পর্যন্ত প্রার্থীদের জেনারেল শ্রেণীভুক্ত হতে হত। তবে এবার থেকে রাজ্য OBC হলেও আবেদন করা যাবে।
2) আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় 8 লক্ষ টাকার কম হতে হবে।
3) আবেদনকারীর পরিবারের যদি শহরে আবাসিক ফ্ল্যাট যদি থাকে তবে তা 1000 বর্গফুটের কম হতে হবে। অন্যদিকে, গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি হলে, তা 200 বর্গফুটের কম হতে হবে।
4) পরিবারের সদস্যদের একত্রিত ভাবে 5 একরের কম কৃষি জমি থাকতে হবে।
EWS সার্টিফিকেটের আবেদন পদ্ধতি
EWS সার্টিফিকেটের জন্য অফলাইনে আবেদন করতে হবে। নীচের লিঙ্কটি ক্লিক করে সহজেই আপনারা অফলাইন ফর্মটি ডাউনলোড করতে পারবেন। এরপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে ফেলুন। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে এরপর সংযুক্ত করুন প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস। সব শেষে নির্দিষ্ট জায়গাতে আবেদন পত্রটি জমা করুন।
EWS সার্টিফিকেটের জন্য প্রয়োজনীয় নথি
(1) ভোটার কার্ড / প্যান কার্ড
(2) রাজ্যের স্থায়ী বসবাসের সার্টিফিকেট
(3) জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
(4) মোট জমি ও সম্পত্তির নথি
(5) সেল্ফ ডিক্লেয়ারেশন
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- NIELIT তে গ্রুপ-B ও গ্রুপ-C পদে চাকরি
- ৯০৭ জন স্কুল শিক্ষকদের নিয়ে মুখ খুললেন SSC-এর চেয়ারম্যান
- ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অধীনে কর্মী নিয়োগ
- রাজ্যের সমাজকল্যাণ বিভাগে গ্রুপ-C, D চাকরি
- রাজ্যে সমাজকল্যাণ দফতরে নতুন চাকরি
- ১১ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া