FACT-এ বিভিন্ন ধরনের পদে নিয়োগ, নারী-পুরুষ সকলেই চাকরির জন্য আবেদন করবে


Fertilizers and Chemicals Travancore Limited (FACT) এর তরফে 74 টি ম্যানেজারিয়াল পোস্টে নিয়োগ করা হবে জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের যে কোনো রাজ্য থেকে নারী পুরুষ সবাই আবেদন যোগ্য। তাই পশ্চিমবঙ্গের বাসিন্দারাও এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 26 এপ্রিল থেকে।

নোটিশ নং – 04/2023

নোটিশ প্রকাশ – 19/04/2023

পদের নাম এবং শূন্যপদ

(1) সিনিয়র ম্যানেজার / Senior Manager (Civil)

শূন্যপদ – এখানে 2 টি শূন্যপদ রয়েছে।

(2) সিনিয়র ম্যানেজার / Senior Manager (Human Resources & Administration)

শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

(3) অফিসার / Officer (Sales)

শূন্যপদ – এখানে 6 টি শূন্যপদ রয়েছে।

(4) ম্যানেজমেন্ট ট্রেনি / Management Trainee (Chemical)

শূন্যপদ – এখানে 13 টি শূন্যপদ রয়েছে।

(5) ম্যানেজমেন্ট ট্রেনি / Management Trainee (Electrical)

শূন্যপদ – এখানে 3 টি শূন্যপদ রয়েছে।

(6) ম্যানেজমেন্ট ট্রেনি / Management Trainee (Instrumentation)

শূন্যপদ – এখানে 2 টি শূন্যপদ রয়েছে।

(7) ম্যানেজমেন্ট ট্রেনি / Management Trainee (Marketing)

শূন্যপদ – এখানে 5 টি শূন্যপদ রয়েছে।

(8) ম্যানেজমেন্ট ট্রেনি / Management Trainee (Finance)

শূন্যপদ – এখানে 4 টি শূন্যপদ রয়েছে।

(9) টেকনিশিয়ান / Technician (Process)

শূন্যপদ – এখানে 21 টি শূন্যপদ রয়েছে।

(10) স্যানিটারি ইন্সপেক্টর / Sanitary Inspector

শূন্যপদ – এখানে 2 টি শূন্যপদ রয়েছে।

(11) ক্রাফ্টসম্যান / Craftsman (Fitter Cum Mechanic)

শূন্যপদ – এখানে 3 টি শূন্যপদ রয়েছে।

(12) ক্রাফ্টসম্যান / Craftsman (Electrical)

শূন্যপদ – এখানে 4 টি শূন্যপদ রয়েছে।

(13) ক্রাফ্টসম্যান / Craftsman (Instrumentation)

শূন্যপদ – এখানে 4 টি শূন্যপদ রয়েছে।

(14) রিগার অ্যাসিস্ট্যান্ট / Rigger Assistant

শিক্ষাগত যোগ্যতা

এখানে মোট 14 ধরনের পোস্ট আছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের জন্য যে যোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।

বয়সসীমা

প্রতিটি পদের জন্য বিভিন্ন বয়সসীমা রাখা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 45 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা বয়স অনুসারে নির্দিষ্ট পদে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে সরকারি নিয়মে।

বেতন এর পরিমান

পদ অনুয়ায়ী আলাদা পে স্কেল রয়েছে। সর্বনিম্ন 19,500 টাকা থেকে সর্বোচ্চ 70,000 টাকা পর্যন্ত পদ অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ এবং স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের fact.co.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদনকারীদের আবেদন করার সুবিধার জন্য আবেদন করার Direct Link নিচে দেওয়া হয়ছে। ওখানে ক্লিক করেই আবেদন করা যাবে। 

আবেদন মূল্য

(1) নং থেকে (8) নং পোস্টের জন্য কেবলমাত্র জেনারেল এবং OBC প্রার্থীদের 1180 টাকা এবং বাকি পোস্টের জন্য জেনারেল এবং OBC প্রার্থীদের 590 টাকা করে আবেদন মূল্য বাবদ দিতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের আবেদন মূল্যে ছাড় দেওয়া হয়েছে।

আবেদনের সময়সীমা 

  • আবেদন শুরু হবে – 26-04-2023
  • আবেদন শেষ হবে – 16-05-2023

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇

Previous articleপশ্চিমবঙ্গ মাদ্রাসা নিয়োগ ২০২৩- অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ! পরীক্ষার সিলেবাস, বয়সসীমা, নিয়োগ প্রক্রিয়া | WB Madrasah Teacher Recruitment 2023
Next articleপশ্চিমবঙ্গ সরকারের WBSETCL-এ চাকরি, রাজ্যের বাসিন্দা হলেই আবেদন করা যাবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here