খাদ্য দপ্তরে ৪১৩২টি শূন্যপদে নতুন কর্মী নিয়োগ, মাসিক বেতন ৪৫০০০ টাকা, বিস্তারিত তথ্য জানুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

FCI Assistant Grade 3 Recruitment 2024: রাজ্য তথা গোটা দেশের চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর। দেশের খাদ্য দপ্তর বা FCI সহকারী গ্রেড-৩ পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে মোট শূন্য পদের সংখ্যা ৪১৩২টি। ছেলে-মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবে যদি সে ভারতীয় নাগরিক হয়ে থাকে। প্রার্থীরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারবে।

আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য যেমন-পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়স, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি বিষয় তুলে ধরা হল।

নিয়োগকারী সংস্থাফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (FCI)
পদের নামFCI সহকারী গ্রেড ৩
মোট শূন্যপদ৪১৩২টি
নিয়োগ প্রক্রিয়াকম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT), ইন্টারভিউ
বেতন৪৫,০০০ টাকা
আবেদন শুরুর তারিখঅক্টোবর, ২০২৪
আবেদন পদ্ধতিঅনলাইন
অফিসিয়াল ওয়েবসাইটfci.gov.in

FCI Recruitment 2024: পদ এবং শূন্যপদের বিবরণ 

  • এখানে যে পদে নিয়োগ হচ্ছে সেটি হল- FCI সহকারী গ্রেড ৩
  • এখানে সব মিলিয়ে মোট ৪১৩২টি শূন্যপদ রয়েছে। 

FCI Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা

FCI সহকারী গ্রেড ৩ পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে যেকোন শাখায় স্নাতক পাশ করে থাকতে হবে, তাহলেই এখানে আবেদন করা যাবে।

FCI Recruitment 2024: বয়সসীমা

FCI সহকারী গ্রেড ৩ পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবে।

  • SC/ST প্রার্থীরা ৫ বছর,
  • OBC প্রার্থীরা ৩ বছর এবং
  • PWD প্রার্থীরা ১০ বছর।

FCI Recruitment 2024: বেতন

FCI গ্রেড ৩ সহকারী পদে চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে ৪৫০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এই বেতন প্রার্থীদের যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে নির্ধারিত হবে।

FCI Recruitment 2024: নিয়োগ প্রক্রিয়া

যোগ্য প্রার্থীদের মূলত দুইটি ধাপের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে, প্রথমে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে এবং এই পরীক্ষায় যারা পাশ করবে তাদেরকে সরাসরি ইন্টারভিউের মাধ্যমে নির্বাচিত করা হবে। চূড়ান্ত মেধা তালিকায় স্থান পাওয়ার জন্য প্রার্থীদের কাট অফ নম্বরের সমান বা তার বেশি স্কোর করতে হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

FCI Recruitment 2024: আবেদন প্রক্রিয়া

এই পদে আবেদন করতে চাইলে প্রার্থীদেরকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

  • সর্বপ্রথম অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে “Recruitment” সেকশনে ক্লিক করুন। 
  • সেখানে FCI সহকারী গ্রেড ৩ পদের জন্য একটি অপশন আসবে, সেই লিঙ্ক নির্বাচন করে আবেদন ফরম পূরণ করতে হবে। 
  • নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য এবং শিক্ষাগত তথ্য নির্ভুলভাবে ইনপুট করুন।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
  • এরপর আবেদন ফি জমা দিয়ে সাবমিট করে দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। 

আরও আপডেটঃ জুয়েলারিতে বিনামূল্যে ই-কমার্স অপারেশনস ইন্টার্নশিপ ট্রেনিং, আবেদন করলেই প্রতি মাসে ১০০০০ টাকা পাবেন

FCI Recruitment 2024: আবেদন ফি

General, EWS এবং OBC শ্রেণীর প্রার্থীদের জন্য ৮০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কোনো রকম আবেদন ফি লাগবে না।

FCI Recruitment 2024: গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুর তারিখ: অক্টোবর, ২০২৪

আবেদন শেষের তারিখ: অক্টোবর/নভেম্বর, ২০২৪

অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ: পরীক্ষা শুরুর ১০ দিন আগে

পরীক্ষার তারিখ: পরবর্তীতে জানানো হবে।

Leave a Comment