পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের মাধ্যমে আরো একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এইবার নিয়োগটি করা হবে পূর্ব বর্ধমান জেলার কালনা-II ব্লকে। কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ বা ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।
কবে কোথায় ইন্টারভিউ হবে, ইন্টারভিউ কটার সময় নেওয়া হবে, আবেদনকারীকে ইন্টারভিউয়ের দিন কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, এক্ষেত্রে কোন পদের জন্য এবং কোন শিক্ষগত যোগ্যতায় নিয়োগ করা হবে- সব কিছু একে একে নিচে জানানো হয়েছে।
Food And Supply Recruitment Purba Bardhaman
নোটিশ মেমো নম্বরঃ 3233
নোটিশ প্রকাশের তারিখঃ 29.10.2021
পদের নামঃ ডাটা এনট্রি অপারেটর (Data Entry Operator- DEO)
বেতনঃ প্রতি মাসে ১৩,০০০ টাকা
বয়সসীমাঃ ১৮ বছরের বেশি বয়স হলেই এতে আবেদন করা যাবে। বয়সের হিসেব করবেন 03.11.2021 তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতাঃ গ্র্যাজুয়েশন পাশ হতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোর্স করা থাকতে হবে।
শুন্যপদঃ 1
নিয়োগের স্থানঃ কালনা-II বিডিও অফিস (পূর্ব বর্ধমান)
নিয়োগের মাধ্যমঃ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। কোনোরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না।
ইন্টারভিউয়ের তারিখঃ 03.11.2021 তারিখ সকাল 11.30 মিনিটে ইন্টারভিউ শুরু হবে।
নিয়োগের প্রক্রিয়াঃ
বেশ কয়েকটি ধাপে নিয়োগ করা হবে, এগুলি হল-
- Document Verification
- Acceptance/ Rejection of Application
- Computer Test
- Evaluation
ইন্টারভিউয়ের দিন প্রয়োজনীয় ডকুমেন্টঃ
- বায়োডাটা
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স (সেলফ অ্যাটেস্টেড)
- গ্র্যাজুয়েশন পাশের মার্কশীট অথবা সার্টিফিকেটের জেরক্স (সেলফ অ্যাটেস্টেড)
- কম্পিউটার সার্টিফিকেটের জেরক্স (সেলফ অ্যাটেস্টেড)
- আঁধার কার্ডের জেরক্স (সেলফ অ্যাটেস্টেড)
- ভোটার কার্ডের জেরক্স (সেলফ অ্যাটেস্টেড)
আবেদন প্রক্রিয়াঃ
কোনো রকম আবেদন করতে হবে না। আবেদনকারীকে তার একটি বায়োডাটা লিখতে হবে এবং উপরে দেওয়া ডকুমেন্ট এর জেরক্স গুলি ইন্টারভিউয়ের সময় নিয়ে যেতে হবে।
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
গুরুত্বপূর্ণ লিংক |
আরো আপডেট
- জুনিয়র অফিসার পোষ্টে পাবলিক সেক্টর কোম্পানিতে নিয়োগ
- 1968 শুন্যপদে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে নিয়োগ
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।