ফুড সেফটি দপ্তরে একগুচ্ছ পদে চাকরি, নিয়োগের বিজ্ঞপ্তি জারি | Food Safety Authority Recruitment 2022

Food Safety Authority Recruitment 2022

ভারতের ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (Food Safety and Standards Authority of IndiaFSSAI) এর পক্ষ থেকে একগুচ্ছ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি (Food Safety Authority Recruitment 2022) প্রকাশিত হয়েছে। প্রতিটি পদের জন্যই উচ্চহারে বেতন প্রদান করা হবে প্রার্থীদের। যে সমস্ত প্রার্থীরা চাকরির খোঁজ করছে, তাদের জন্য এটি একটি ভালো সুযোগ।

সারা ভারত জুড়ে অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষের সকল চাকরি প্রার্থীরাই নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবে। সরাসরি অনলাইনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

FSSAI এর এই নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, বেতন, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। ভালো করে জেনে এবং বুঝে তারপর আবেদন করবেন। 

Food Safety Authority Recruitment 2022

food-safety-authority-recruitment-2022

নোটিশ নম্বরঃ HR-12017/3/2022-HR-FSSAI

নোটিশ প্রকাশের তারিখঃ 06.10.2022

আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

ফুড সেফটি দপ্তরের নিয়োগের তথ্য (Food Safety Authority Recruitment Post Details)

(1) পদের নামঃ অ্যাডভাইজার (Advisor)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 14 অনুযায়ী 1,44,200 থেকে 2,18,200 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বায়ো কেমিস্ট্রি বা ফুট টেকনোলজি বা ফুড সাইন্স বা এডিবল অয়েল টেকনোলজি বা মাইক্রোবায়োলজি টেকনোলজি বা পাবলিক হেলথ বা বায়োটেকনোলজি বিষয়ে মাস্টার্স ডিগ্রী/ PG ডিপ্লোমা/ B.Tech পাশ করে থাকতে হবে।

এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা ইউনিয়ন টেরিটোরিস বা বিশ্ববিদ্যালয় কিংবা আরো অন্যান্য পাবলিক সেক্টরে কর্মরত প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

মোট শূন্যপদঃ 01 টি।

(2) পদের নামঃ জয়েন্ট ডাইরেক্টর (Joint Director)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 12 অনুযায়ী 78,800 থেকে 2,09,200 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বায়ো কেমিস্ট্রি বা ফুট টেকনোলজি বা ফুড সাইন্স বা এডিবল অয়েল টেকনোলজি বা মাইক্রোবায়োলজি টেকনোলজি বা পাবলিক হেলথ বা বায়োটেকনোলজি বিষয়ে মাস্টার্স ডিগ্রী/ PG ডিপ্লোমা/ B.Tech পাশ করে থাকতে হবে। এছাড়াও কমপক্ষে 12 বছরের অভিজ্ঞতা সহ আইন বিষয়ে ডিগ্রি থাকলেও প্রার্থীরা আবেদন করতে পারবে।

এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা ইউনিয়ন টেরিটোরিস বা বিশ্ববিদ্যালয় কিংবা আরো অন্যান্য পাবলিক সেক্টরে কর্মরত প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

মোট শূন্যপদঃ 06 টি।

(3) পদের নামঃ সিনিয়র ম্যানেজার (Sr Manager) 

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 12 অনুযায়ী 78,800 থেকে 2,09,200 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জার্নালিজম বা মাস কমিউনিকেশন বা পাবলিক রিলেশন বিষয়ে মাস্টার্স ডিগ্রী/ PG ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।

এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা ইউনিয়ন টেরিটোরিস বা বিশ্ববিদ্যালয় কিংবা আরো অন্যান্য পাবলিক সেক্টরে কর্মরত প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

মোট শূন্যপদঃ 02 টি।

(4) পদের নামঃ ডেপুটি ডাইরেক্টর (Deputy Director)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 11 অনুযায়ী 67,700 থেকে 2,08,700 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে ব্যাচেলরস ডিগ্রি পাশ করে থাকতে হবে।

এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা ইউনিয়ন টেরিটোরিস বা বিশ্ববিদ্যালয় কিংবা আরো অন্যান্য পাবলিক সেক্টরে কর্মরত প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

মোট শূন্যপদঃ 07 টি।

(5) পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর (Joint Director)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 10 অনুযায়ী 56,100 থেকে 1,77,500 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অ্যাডমিনিস্ট্রেশন বা ফাইনান্স বা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের মতো বিষয়ে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা সহ গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে।

এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা ইউনিয়ন টেরিটোরিস বা বিশ্ববিদ্যালয় কিংবা আরো অন্যান্য পাবলিক সেক্টরে কর্মরত প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

মোট শূন্যপদঃ 02 টি।

(6) পদের নামঃ ম্যানেজার (Manager)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 11 অনুযায়ী 67,700 থেকে 2,08,700 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জার্নালিজম বা মাস কমিউনিকেশন বা পাবলিক রিলেশন বিষয়ে মাস্টার্স ডিগ্রী/ PG ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।

এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা ইউনিয়ন টেরিটোরিস বা বিশ্ববিদ্যালয় কিংবা আরো অন্যান্য পাবলিক সেক্টরে কর্মরত প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

মোট শূন্যপদঃ 02 টি।

(7) পদের নামঃ ডেপুটি ম্যানেজার (Manager)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 10 অনুযায়ী 56,100 থেকে 1,77,500 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জার্নালিজম বা মাস কমিউনিকেশন বা পাবলিক রিলেশন বা সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যাল ওয়েলফেয়ার বা সাইকোলজি বিষয়ে মাস্টার্স ডিগ্রী/ PG ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।

এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা ইউনিয়ন টেরিটোরিস বা বিশ্ববিদ্যালয় কিংবা আরো অন্যান্য পাবলিক সেক্টরে কর্মরত প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

মোট শূন্যপদঃ 02 টি।

(8) পদের নামঃ পার্সোনাল সেক্রেটারি (Personal Secretary)   

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 07 অনুযায়ী 44,900 থেকে 1,42,400 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র‍্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।

এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা ইউনিয়ন টেরিটোরিস বা বিশ্ববিদ্যালয় কিংবা আরো অন্যান্য পাবলিক সেক্টরে কর্মরত প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

মোট শূন্যপদঃ 15 টি।

(9) পদের নামঃ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Junior Assistant)  

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 04 অনুযায়ী 25,500 থেকে 81,100 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।

এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা ইউনিয়ন টেরিটোরিস বা বিশ্ববিদ্যালয় কিংবা আরো অন্যান্য পাবলিক সেক্টরে কর্মরত প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

মোট শূন্যপদঃ 01 টি।

(10) পদের নামঃ স্টাফ কার ড্রাইভার (Staff Car Driver)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 02 অনুযায়ী 19,900 থেকে 63,200 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং মোটর মেকানিজম সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এছাড়াও ভ্যালি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

মোট শূন্যপদঃ 03 টি।

Note: এছাড়াও অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র প্রাইভেট সেক্রেটারি, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সহ আরও অন্যান্য পদে প্রার্থীদের নিয়োগ করা হবে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ুন। নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন। 

আবেদন পদ্ধতি (Application Process)

  • FSSAI এর অন্তর্গত উপরের সমস্ত পদের জন্য আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
  • নিচে দেওয়া লিংকে ক্লিক করে সবার প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  • অফিসিয়াল ওয়েবসাইটে নিজের নাম মোবাইল নম্বর বা ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশনের সময় অবশ্যই ভ্যালিড মোবাইল নম্বর বা ইমেল আইডি প্রদান করতে হবে।
  • এরপরে লগইন করে আবেদন পত্রটিকে সঠিকভাবে পূরণ করতে হবে।
  • আবেদনপত্র পূরণ করার সময় সমস্ত নথিপত্র গুলিকে স্ক্যান করে আপলোড করতে হবে।
  • সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  • আবেদন করার পর নির্দিষ্ট নথিপত্রগুলি সেলফ অ্যাটেস্টেড করে নিচে দেওয়া ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

Assistant Director (Recruitment), FSSAI Headquarters, 3rd Floor, FDA Bhawan, Kotla Road New Delhi. 

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)

নোটিশ প্রকাশ 06.10.2022
আবেদন শুরু 10.10.2022
আবেদনপত্র পাঠানো শেষ 20.11.2022

বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মেসেজটি প্লিজ Ignore করুন। 

(গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি) Important Links:  👇👇

কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন Click Here
✅ Telegram Channel Join Now
অফিসিয়াল ওয়েবসাইট Click Here
✅ অফিসিয়াল নোটিশ Download
✅ আবেদন করুন Apply Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇 

🎯 মালদা মেডিক্যালে গ্রুপ-সি MTS, DEO পদে চাকরি

🎯 রাজ্যে সরাসরি ইন্টারভিউ দিয়ে 25 হাজার টাকা বেতনের চাকরি

🎯 রাজ্যের ওপেন ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি নিয়োগ