ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার তরফে বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানকার পোস্ট গুলি গ্রুপ বি এবং সি ধরণের। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আরও বিশদে জানুন এই প্রতিবেদনে।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নম্বর- CIRCULAR DEP-02/2023
যে পদে নিয়োগ করা হবে
1. অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার / Administrative Officer
শূন্যপদ- মোট 8 টি শূন্যপদ রয়েছে এখানে।
যোগ্যতা- মাস্টার্স ডিগ্রি থাকলেই এখানে আবেদন করা যাবে। সাথে পে লেভেল 7 বেতনে অন্তত 2 বছর চাকরি করে থাকতে হবে।
বেতন- 47,600 – 1,51,100 মাসিক বেতন দেওয়া হবে প্রার্থীদের।
2. সিনিয়র প্রাইভেট সেক্রেটারি / Senior Private Secretary
শূন্যপদ- মোট 3 টি শূন্যপদ রয়েছে এখানে।
যোগ্যতা- গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই এখানে আবেদন করা যাবে। সাথে পে লেভেল 7 বেতনে অন্তত 2 বছর চাকরি করে থাকতে হবে।
বেতন- 47,600 – 1,51,100 মাসিক বেতন দেওয়া হবে প্রার্থীদের।
3. পার্সোনাল সেক্রেটারি / Personal Secretary
শূন্যপদ- মোট 14 টি শূন্যপদ রয়েছে এখানে।
যোগ্যতা- গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই এখানে আবেদন করা যাবে। সাথে পে লেভেল 6 বেতনে অন্তত 5 বছর চাকরি করে থাকতে হবে।
বেতন- 44,900 – 1,42,400 মাসিক বেতন দেওয়া হবে প্রার্থীদের।
4. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার / Assistant Manager (IT)
শূন্যপদ- মোট 1 টি শূন্যপদ রয়েছে এখানে।
যোগ্যতা- BE/ B.Tech/ M.Tech ডিগ্রি থাকলেই এখানে আবেদন করা যাবে। সাথে পে লেভেল 6 বেতনে অন্তত 5 বছর চাকরি করে থাকতে হবে।
বেতন- 44,900 – 1,42,400 মাসিক বেতন দেওয়া হবে প্রার্থীদের।
5. অ্যাসিস্ট্যান্ট / Assistant
শূন্যপদ- মোট 6 টি শূন্যপদ রয়েছে এখানে।
যোগ্যতা- গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই এখানে আবেদন করা যাবে। সাথে পে লেভেল 4 বেতনে অন্তত 10 বছর চাকরি করে থাকতে হবে।
বেতন- 35,400 – 1,12,400 মাসিক বেতন দেওয়া হবে প্রার্থীদের।
6. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট / Junior Assistant
শূন্যপদ- মোট 10 টি শূন্যপদ রয়েছে এখানে।
যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই এখানে আবেদন করা যাবে। সাথে পে লেভেল 1 বেতনে অন্তত 3 বছর চাকরি করে থাকতে হবে।
বেতন- 19,900 – 63,200 মাসিক বেতন দেওয়া হবে প্রার্থীদের।
বয়সসীমা
সর্বোচ্চ 56 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি
অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য www.fssai.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের যাবতীয় তথ্য বিস্তারিত ভাবে দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে, পূরণ করা আবেদন পত্রটি নীচের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদন পাঠাবার ঠিকানা
the Assistant Director (Recruitment), FSSAI Headquarters, 3rd Floor, FDA Bhawan, Kotla Road New Delhi
গুরুত্বপূর্ণ তারিখ
- 22/11/2023 এখানে অনলাইনে আবেদন করার শেষ দিন।
- 04/12/2023 তারিখে অফলাইন আবেদন পাঠাবার শেষ দিন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 আয়কর দপ্তরে ডিরেক্টর সহ বিভিন্ন পদে চাকরি, 28 ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে
👉 রাজ্যের ২৫৩ টি B.Ed কলেজ বাতিল, এই নিয়ে কী বললেন শিক্ষামন্ত্রী?
👉 ICMR এ প্রোজেক্ট টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ
👉 বিদ্যুৎ সংস্থায় প্রোজেক্ট কো অর্ডিনেটর নিয়োগ, ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ
👉 স্বাস্থ্য পরিষেবা দপ্তরে অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে চাকরি, 30 নভেম্বর পর্যন্ত আবেদন চলবে