রাজ্যের চাকরিপ্রার্থীদের নতুন একটি সুখবর। পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দপ্তরে ফুড সেফটি অফিসার পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হলো। পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকেই ছেলে-মেয়ে সকলেই এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবে।
স্বাস্থ্য দপ্তর থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। এখনো পর্যন্ত এই নিয়োগের আবেদন শুরু হয়নি l আগামী 16 ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। তবে তার আগে যারা আবেদন করতে চাই তাদের জন্য আমরা এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জানাতে চলেছি।
নিচে থেকে পরপর ফুড সেফটি অফিসার নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিন। আবেদন করার আগে অবশ্যই কিভাবে আবেদন করতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, মাসিক বেতন কত করে দেওয়া হবে, শূন্যপদ কয়টি রয়েছে, নিয়োগ প্রক্রিয়া কেমন ইত্যাদি বিষয়ে আগে থেকেই জেনে রাখুন।
Food Safety Officer Recruitment in WB Health Department
নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: R/FSO/48/2022
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 12.12.2022
আবেদনের মাধ্যম: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
ফুড সেফটি অফিসার নিয়োগের বিস্তারিত তথ্য (WB Food Safety Officer Recruitment Details)
পদের নাম:
ফুড সেফটি অফিসার (Food Safety Officer)
মাসিক বেতন:
পে লেভেল 12 অনুযায়ী 35,800 থেকে 92,5100 টাকা।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স ২১ থেকে ৩৬ বছরের মধ্যে থাকতে হবে। বয়সের হিসাব করতে হবে 01.01.2022 তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে Food Technology or Dairy Technology or Biotechnology or Oil Technology or Agricultural Science or Veterinary Sciences or Bio-Chemistry or Microbiology or Masters Degree in Chemistry or degree in medicine- এর মধ্যে যেকোনো একটি বিষয়ের ডিগ্রি থাকতে হবে।
শূন্যপদ:
মোট ২২ টি শূন্যপদে নিয়োগ করা হবে। শূন্য পদের বিন্যাস অফিশিয়াল বিজ্ঞপ্তির ১ নম্বর পেজে দেওয়া আছে। নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিন।
নিয়োগ প্রক্রিয়া:
একাডেমিক স্কোর এবং ইন্টারভিউ এর ভিত্তিতে প্রার্থী বাছাই করে ফুড সেফটি অফিসার পদে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া:
(1) পশ্চিমবঙ্গের হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (WBHRB) এর অফিসিয়াল ওয়েবসাইট (www.wbhrb.in) থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
(2) আবেদনকারীদের সুবিধার জন্য নিচে আবেদন করার লিংক দেওয়া রয়েছে। ওই লিংকে ক্লিক করলেই সরাসরি আবেদন করতে পারবেন।
(3) নিচের লিংকে ক্লিক করে প্রথমেই আবেদনকারীদের দরকারি তথ্য পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে দরকারি তথ্য পূরণ করে লগইন করতে হবে। এরপর আবেদন করার মেইন পেজ খুলতে হবে।
(4) সেখানে আবেদনকারীকে তার নাম, ঠিকানা, কোন পদের জন্য আবেদন করা হচ্ছে ইত্যাদি তথ্য দিতে হবে। সবশেষে আবেদন ফ্রি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
আবেদন ফি:
অনলাইনে আবেদন করার সময় আবেদনকারীদের ২১০ টাকা আবেদন ফি বাবদ জমা করতে হবে। পশ্চিমবঙ্গের SC,ST শ্রেণীদের ক্ষেত্রে কোন আবেদন ফি জমা করার দরকার নেই।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ | 12.12.2022 |
আবেদন শুরু | 16.12.2022 |
আবেদন শেষ | 30.12.2022 |
বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মসেজটি প্লিজ Ignore করুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 👇👇
✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন | Click Here |
✅ Telegram Channel | Join Now |
✅ অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
✅ অফিসিয়াল নোটিশ | Download |
✅ আবেদন করুন | Apply Now (From 16.12.2022) |
✅ ডেইলি চাকরির আপডেট | Job Update |
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 পশ্চিমবঙ্গের বিদ্যুৎ বিভাগে চাকরি (Apply Now)