পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর তরফে ঘোষণা করা হয়েছে যে আগামী সময়ে যে কোনো দিন ফুড এস.আই (Food SI) পদে নতুন কর্মী নিয়োগের জন্য খুব শীঘ্রই অফিসিয়াল নোটিশ বের করা হবে।
যারা Food SI অর্থাৎ ফুড সাব ইন্সপেক্টর পদে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই প্রতিবেদন। ফুড এসআই পদের জন্য মাসিক বেতন কতে দেওয়া হয়, শিক্ষাগত যোগ্যতা কি লাগে এবং কিভাবে নিয়োগ করা হয় তা বিস্তারিত জানতে পারবেন।
ফুড SI পদের পুরো নাম
এই পদটির পুরো নাম হল Food Sub Inspector
ফুড SI এর কাজ
নাম থেকেই অনুমান করা যায়, খাদ্য দফতরের বিভিন্ন কাজের দেখভাল করে থাকেন Food SI রা। এর মধ্যে রয়েছে-
(1) প্রয়োজন অনুসারে ধান, গম ইত্যাদি খাদ্যশস্য কেনা। পাশাপাশি, প্যাকেট জাতীয় খাদ্যের কারখানা গুলিতে, খাদ্যের গুণমান যথাযথ রাখা হচ্ছে কিনা, সেটাও Food SI রা দেখে থাকেন।
(2) রেশন গ্রাহকরা কোনো কারণে যদি নতুন রেশন কার্ড করাতে চান, তাহলে সেগুলির দেখাশোনা করে থাকেন Food SI রা।
(3) নির্দিষ্ট সময়ের ব্যবধানে গ্রাহকদের রেশন কার্ডের বৈধতা মিলিয়ে দেখে নিতে হয়। কারণ বহু ক্ষেত্রে দেখা যায়, গ্রাহকরা তাদের পরিবারের মৃত ব্যক্তির নামে রেশনে খাদ্য দ্রব্য নিয়ে থাকেন। Food SI দের কাজ হল এই সমস্ত মিথ্যে বা ভুয়ো কার্ড তথ্য প্রমাণ নিয়ে বাতিল করে দেওয়া।
(4) এই সবের সাথে সাথে, রেশনের খাদ্যদ্রব্যের মান সংক্রান্ত বিষয়টি ইন্সপেক্টরদের কাছে রিপোর্ট করে থাকেন Food SI রা।
Food SI এর পোস্টিং
Food SI দের মূলত রাজ্য সরকারের বিভিন্ন ধরনের খাদ্য সংক্রান্ত বিভাগগুলিতে পোস্টিং দেওয়া হয়। এর মধ্যে রয়েছে খাদ্য ভবন, জেলা হেড কোয়ার্টার এবং কৃষি মান্ডি ইত্যাদি দফতর। রাজ্যের যে কোনো স্থানেই এই পোস্টিং দেওয়া হয়ে থাকে।
Food SI পদের প্রোমোশন
এখানে কাজে যোগ দেওয়ার পর থেকে মোটামুটিভাবে 9 বছরের মধ্যে ইন্সপেক্টর পদে প্রমোশন দেওয়া হয়। এরও পরে, চিফ ইন্সপেক্টর পদে প্রমোশন দেওয়া হয়। ইন্সপেক্টর পদ থেকে চিফ ইন্সপেক্টর পদে প্রমোশন পেতেও মোটামুটি আরও 8 – 9 বছর সময় লেগে যায়।
Food SI এর বেতন
এই পদের ক্ষেত্রে মূল বেতন 5,400 থেকে 25,200 টাকা দেওয়া হয়। এর সাথে বিভিন্ন ধরনের সরকারি ভাতা দেওয়া হয়ে থাকে।
Food SI পদের জন্য শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদেরকে নূন্যতম মাধ্যমিক পরীক্ষায় পাশ করে থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। যদিও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
Food SI পদে চাকরির নিয়োগ পদ্ধতি
এই পদের জন্য লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হয়ে থাকে। পরীক্ষা অথবা রেজিস্ট্রেশন সংক্রান্ত সব রকম বিজ্ঞপ্তি সবার আগে জানতে অবশ্যই চোখ রাখুন কাজকর্ম ওয়েবসাইটে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- ডিএ নিয়ে ১৪ জুলাই আসছে সরকারি কর্মীদের জন্য সুখবর
- মাসিক বেতন 50 হাজার টাকায় রাজ্যের পৌরসভায় চাকরি
- IBPS এর মাধ্যমে 4545 টি ক্লার্ক পদে নিয়োগ
- মাধ্যমিক পাশে ভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষণ