পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে নিয়োগের আরো একটি নতুন অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হল। পশ্চিম মেদিনীপুর জেলায় খাদ্য দপ্তরে নিয়গোটি করা হবে। রাজ্যের ২৩ টি জেলা থেকেই পুরুষ-মহিলা সকলেই আবেদন করতে পারবেন। পশ্চিম মেদিনীপুর জেলার ডিসট্রিক্ট কন্ট্রোলার খাদ্য দপ্তর থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আবেদন করার আগে কোন পদে নিয়োগ করা হচ্ছে, শুন্যপদ কয়টি আছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কীভাবে আবেদন করতে হবে- জেন নিন।
Food Supply Recruitment Paschim Medinipur
নোটিশ মেমো নম্বরঃ 2296/DCM (W)/2021
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 01.11.2021 |
আবেদন শুরু | 02.11.2021 |
আবেদন শেষ | 15.11.2021 |
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নামঃ ডাটা এনট্রি অপারেটর (Data Entry Operator- DEO)
বেতনঃ প্রতি মাসে 13,000 টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ 01.10.2021 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18-40 বছরের মধ্যে হতে হবে।
যোগ্যতাঃ
শিক্ষাগত যোগ্যতা- গ্র্যাজুয়েশন পাশ করতে হবে এবং কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা- কমপক্ষে ২ বছরের কম্পিউটার সম্পর্কিত কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারী যদি পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা হয় তাহলে অগ্রাধিকার দেওয়া হবে।
শুন্যপদঃ 32 টি
আবেদন প্রক্রিয়াঃ
পশ্চিম মেদিনীপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইট (www.paschimmedinipur.gov.in) থেকে অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন। 02.11.2021 থেকে 15.11.2021 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আপনার সুবিধার্থে, আবেদন করার ডাইরেক্ট লিংক নিচে দেওয়া রইল, ওখানে ক্লিক করে সহজেই আবেদন করতে পারবেন।
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
গুরুত্বপূর্ণ লিংক |
আরো আপডেট
- গ্রুপ-D এবং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
- পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে DEO পদে কর্মী নিয়োগ
- রেলওয়ে ‘টিকিট কালেক্টর’ চাকরির যোগ্যতা, বেতন, বয়স
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।