রেন ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউট, জোরহাটে উচ্চ মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হচ্ছে। লিখিত পরীক্ষার মাধ্যমে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে। ইচ্ছুক এবং যোগ্য ভারতীয়দের অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। পদের বিবরণ এবং সম্পর্কিত তথ্যের জন্য পুরো প্রতিবেদনটি ভালো করে পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- 3/213/2015-Estt./Vol. XIII/
নোটিশ প্রকাশের তারিখ- 29/08/2023
যে পদে নিয়োগ হবে
লোয়ার ডিভিশন ক্লার্ক / Lower Division Clerk (LDC)
মোট শূন্যপদ
এখানে মোট 7 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা
আবেদন করার জন্য প্রার্থীদের –
(1) যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
(2) ইংরেজি টাইপিং স্পিড 30 wpm এবং হিন্দি টাইপিং স্পিড 25 wpm থাকতে হবে।
বয়সসীমা
18 থেকে 27 বছরের মধ্যে যাদের বয়স, তারা সকলেই এখানে আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন
সপ্তম পে স্কেলের লেভেল 2 অনুসারে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। পরীক্ষার বিস্তারিত সিলেবাস জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।
আবেদন পদ্ধতি
অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের 5 নং পাতায় আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে।
সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে হাতে করে ড্রপ করে আসতে হবে বা পোস্টের মাধ্যমে পাঠাতে হবে নীচের ঠিকানায়। সাথে দিতে হবে আবেদন মূল্যের একটি ড্রাফট।
আবেদন পাঠানোর ঠিকানা
ICFRE-Rain Forest Research Institute, Sotai Deovan, Jorhat-785010, Assam
আবেদন মূল্য
এখানে আবেদন মূল্য বাবদ 500 টাকা জমা দিতে হবে। ST এবং মহিলা প্রার্থীদের কোনো আবেদন মূল্য দিতে হবে না।
আবেদনের সময়সীমা
29.09.2023 তারিখের মধ্যে প্রার্থীদের আবেদন পত্র নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে।
প্রয়োজনীয় নথি
1. বাসিন্দা প্রমাণ
2. ভোটার আইডি
3. কাস্ট সার্টিফিকেট
4. শিক্ষাগত যোগ্যতা
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে গ্রুপ-C এবং গ্রুপ-D পদে চাকরি
👉 রাজ্যে ৩৬ হাজার অঙ্গনওয়াড়ী কর্মী নিয়োগের আপডেট, অষ্টম শ্রেনি ও মাধ্যমিক পাশে মিলবে চাকরি
👉 রাজ্যে সরকারি কোচিং সেন্টারে টিচিং পদে বিভিন্ন ফ্যাকাল্টিতে চাকরি
👉 প্রাইমারি শিক্ষক নিয়োগে আর সমস্যা থাকবে না! পর্ষদ সভাপতির মন্তব্যে আশার আলো
👉 শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্টে ইনল্যান্ড মাস্টার পদে চাকরি, মাসিক বেতন 40 হাজার টাকা