1/9: অনেক দিন হল রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের সরকারি চাকরিতে নিয়োগ করা হয়নি। ব্যতিক্রম নয় গ্রুপ ডি শ্রেণীর চাকরিও। 2016 সালের পর থেকে আর গ্রুপ ডি পদে নিয়োগ করেনি তৃণমূল সরকার। তবে, গত 17 এপ্রিল রাজ্যের সরকারি অফিসগুলিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করার জন্য এক্কেবারে নতুন ভাবে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
2/9: ধারণা করা হচ্ছে, এই নতুন স্টাফ সিলেকশন কমিশন গঠিত হয়ে গেলেই রাজ্যের বিভিন্ন সরকারি অফিসে বেশ কয়েক হাজার গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে।
3/9: নবান্ন মারফত জানা গিয়েছে, ওই কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের মনোনীত করে কমিটিতে যুক্ত করার কাজ শেষ হলেই কর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।
4/9: প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন স্টাফ সিলেকশন কমিশনের আইনে বলা আছে কমিশনের চেয়ারম্যান এবং সর্বোচ্চ 6 জন সদস্যকে নিয়ে কমিশন তৈরি করতে হবে।
5/9: তবে কমিটিতে কাদেরকে নিয়োগ করা হবে, তা নিয়েই এখন তৎপর নবান্ন। এদিকে নবান্নের তরফে খবর, স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান হিসেবে কোনও অবসরপ্রাপ্ত আইএএস অফিসারকে দায়িত্ব দেওয়া হতে পারে।
6/9: প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে 2016 সালে রাজ্যের সরকারি অফিসগুলিতে গ্রুপ-ডি কর্মী নিয়োগ করার জন্য একটি বিশেষ রিক্রুটমেন্ট বোর্ড তৈরি করা হয়েছিল সরকারের তরফে। তবে কাজের কাজ কিছুই হয়নি, কারণ বছরখানেক আগেই মন্ত্রীসভার তরফে ওই বোর্ড তুলে দেওয়া হয়।
7/9:ওই বোর্ডের তরফে পরীক্ষা এবং ইন্টারভিউ নিয়ে হাজার ছয়েক গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হয়। যারা চাকরিতে যোগ দেন 2018 সালের অগাস্ট মাসে। তারপর থেকে আজ অবধি কোনো স্থায়ী গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করার উদ্যোগ নেওয়া হয়নি সরকারের তরফে।
8/9:এর ফলে স্বাভাবিকভাবেই গোটা রাজ্য জুড়ে বেড়েছে শূন্যপদের সংখ্যা। বর্তমানে রাজ্যে প্রায় 60 হাজারের কাছাকাছি গ্রুপ ডি শূন্যপদ রয়েছে। মনে করা হচ্ছে নতুন করে স্টাফ সিলেকশন কমিশন গঠন হওয়ার পরপরই ধাপে ধাপে পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এই বিরাট সংখ্যক শূন্যপদ পূরণ করা হতে পারে। এই কমিটি গঠনের জন্য আগেই বিধানসভায় সংশোধনী বিল পাশ করানো হয়েছে সরকারের তরফে। এখন কমিটি গঠন কেবল সময়ের অপেক্ষা।
9/9:অন্যদিকে, সামনেই পঞ্চায়েত ভোট। ভোট বক্সের ওজন বাড়াতে, নবান্নের তরফে পঞ্চায়েত ভোটের আগেই গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করার সম্ভাবনা রয়েছে। এই সংক্রান্ত কোনো নোটিশ বেরোলেই আমরা আপনাদের সাথে শেয়ার করে দেব।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।
এগুলিও পড়ুন 👇👇
- বিএড পাশেদের জন্য প্রাইমারি পর্ষদের বিজ্ঞপ্তি জারি
- দীর্ঘ দিন পর রাজ্যের মাদ্রাসা গুলিতে গ্রুপ-ডি, ক্লার্ক, শিক্ষক নিয়োগ
- ৫৪ লক্ষ টাকা দিয়েও হলো না চাকরি