পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ “পশ্চিমবঙ্গের তফশিলি জাতি, আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও বিত্ত নিগম” সংস্থার পক্ষ থেকে রাজ্যের SC, ST, OBC অর্থাৎ সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
এখানে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জেলাভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে। সংস্থার তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়স, শিক্ষাকেন্দ্র ইত্যাদি বিষয়ে জানানো হয়েছে। এই সমস্ত বিষয় গুলি এই প্রতিবেদনে বিশদভাবে জানানো হল।
প্রশিক্ষণের বিস্তারিত তথ্য
যেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে
1. টু হুইলার সার্ভিস টেকনিশিয়ান / Two Wheeler Service Technician
2. ফোর হুইলার সার্ভিস টেকনিশিয়ান / ফোর Wheeler Service Technician
3. ফুড অ্যান্ড বিভারেজ / Food And Beverage
প্রশিক্ষণের জন্য শিক্ষাগত যোগ্যতা
উপরের তিনটি পদেই প্রশিক্ষণে ইচ্ছুক প্রার্থীদের নূন্যতম দশম শ্রেণী পাশ হতে হবে।
এরই সাথে, প্রার্থীদের মোট বার্ষিক আয় হতে হবে 3 লক্ষ টাকা বা তার চেয়ে কম।
প্রশিক্ষণের জন্য বয়সসীমা
এখানে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে।
জেলাভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র
রাজ্যের 5 টি জেলাকে বেছে নেওয়া হয়েছে যেখানে এই ট্রেনিং দেওয়া হবে। এর মধ্যে রয়েছে-
1) ঝাড়গ্রাম জেলা
প্রশিক্ষণের বিষয়– Four Wheeler Service Technician এবং Two Wheeler Service Technician
শূন্যপদ– এখানে দুটি বিষয়েই 150 টি করে মোট 300 টি শূন্যপদ রয়েছে।
ঠিকানা– Four Wheeler Service Technician এর জন্য, Vill+Post+PS – Gopiballavpur, Dist-Jhargram, Pin-721506, 1st Floor of LIC Building।
এবং, Two Wheeler Service Technician এর জন্য, Kharikha Mathani, PS- Nayagram, PO-Kharikha Mathani, WB -721159।
যোগাযোগ- 8670356174/9932568166 নম্বরে যোগাযোগ করা যাবে।
2) বাঁকুড়া জেলা
প্রশিক্ষণের বিষয়- Four Wheeler Service Technician এবং Two Wheeler Service Technician
শূন্যপদ- এখানে দুটি বিষয়েই 150 টি করে মোট 300 টি শূন্যপদ রয়েছে।
ঠিকানা- Four Wheeler Service Technician এর জন্য, New Purandarpur Road, Purandarpur Bankura – II, Bankura, WB – 722148।
এবং, Two Wheeler Service Technician এর জন্য, Onda (Near BDO Office), Mouja – Tella, Dist.- Bankura, WB-722144।
যোগাযোগ- 89701028626/9563159470 নম্বরে যোগাযোগ করা যাবে।
3) কোচবিহার জেলা
প্রশিক্ষণের বিষয়- Two Wheeler Service Technician
শূন্যপদ- এখানে 150 টি শূন্যপদ রয়েছে।
ঠিকানা- Harinarayan Complex, Khagrabari, Chowpothi, Above Khagrabari Medicine, Coach Behar, WB-736179।
যোগাযোগ- 6294503715/7908550359 নম্বরে যোগাযোগ করা যাবে।
4) পূর্ব বর্ধমান জেলা
প্রশিক্ষণের বিষয়- Four Wheeler Service Technician
শূন্যপদ- এখানে 150 টি শূন্যপদ রয়েছে।
ঠিকানা- New Purandarpur Road, Purandarpur, Bankura-II, Bankura, WB 722148
যোগাযোগ- 6294275332/9635790146 নম্বরে যোগাযোগ করা যাবে।
5) দক্ষিণ 24 পরগনা জেলা
প্রশিক্ষণের বিষয়- Four Wheeler Service Technician
শূন্যপদ- এখানে 150 টি শূন্যপদ রয়েছে।
ঠিকানা- Kalpataru Bhaban, Laxmikantapur. Post- Bijoyganj Bazar, Pin – 743345
যোগাযোগ- 7908996209 / 9007052927 নম্বরে যোগাযোগ করা যাবে।
আবেদন পদ্ধতি
এখানে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের আবেদন করতে হবে। এর জন্য www.wbbcdev.gov.in ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। সেখানে আবেদন পত্র পাওয়া যাবে। সেটি যথাযথভাবে ভর্তি করে সাবমিট করলেই আবেদন সম্পন্ন হবে। আবেদন সংক্রান্ত যে কোনো বিষয়ে বিশদ ভাবে জানতে যোগাযোগ করুন নীচের নম্বরে।
যোগাযোগ নম্বর
(033) 40261500
আবেদনের তারিখ
এখানে আবেদন করার শেষ তারিখ 25 শে জুলাই, 2023
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
- রাজ্যে আদালতে গ্রুপ- C পদে চাকরি
- মাধ্যমিক পাশে NPCIL এ অ্যাপ্রেন্টিস নিয়োগ
- BECIL সংস্থায় অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি
- রাজ্যের DVC তে চাকরি, 56 হাজার 100 টাকা মাসিক বেতন