পড়ুয়া এবং কিশোরদের জন্য একটি বড়ো সুযোগ নিয়ে এসেছে ভারতীয় রেল মন্ত্রক। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, কেবলমাত্র মাধ্যমিক পাশ করা থাকলেই আবেদন করতে পারবেন ভারতীয় রেলের প্রশিক্ষণ শিবিরে। বেশ কয়েকটি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে রেলের তরফে। আবেদন পদ্ধতি এবং অন্যান্য যোগ্যতার ব্যাপারে বিশদভাবে জানতে এই পোস্টটি পড়ুন।
নোটিশ নং- NER/RRC/Act Apprentice/2022-23
নোটিশ প্রকাশ – 03/07/2023
যে পদে নিয়োগ হবে-
ভারতীয় রেলের ACT APPRENTICE TRAINING এর আওতায় প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ দেওয়া হবে- Fitter, Welder, Carpenter, Trimmer, Machinist, Electrician, Painter ইত্যাদি বিষয়ে।
মোট শূন্যপদ-
এখানে সর্বমোট 1104 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা-
ভারতীয় নাগরিক হতে হবে এবং কেবলমাত্র মাধ্যমিক এবং সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট থাকলেই এখানে আবেদন করতে পারবেন প্রার্থীরা। তবে মাধ্যমিকে নূন্যতম 50% নম্বর থাকতে হবে।
বয়সসীমা-
15 থেকে 24 বছরের মধ্যে যাদের বয়স, তারা এই ট্রেনিংএ আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনক্রম-
ট্রেনিং চলাকালীন ভারতীয় রেলের নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রার্থীদের মাসিক বৃত্তি দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি-
নিয়োগ করা হবে মাধ্যমিক এবং ITI পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে।
আবেদন পদ্ধতি-
অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য www.ner.indianrailways.gov.in ওয়েবসাইটে গিয়ে ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। এর পরে একে একে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। সাথে আপলোড করতে হবে নিজের স্বাক্ষর। সব শেষে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন মূল্য-
এখানে আবেদন করার জন্য UR, EWS এবং OBC পুরুষদের 100 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে। অন্যদিকে, Women/ SC /ST /PwD দের কোনো আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে না।ক
আবেদনের তারিখ-
2 অগাস্ট, 2023 তারিখের 23.59 pm এখানে আবেদন করার শেষ দিন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
-
মাধ্যমিক পাশে কৃষি দপ্তরে গ্রুপ- ডি পদে চাকরি
মাধ্যমিক পাশে আয়ুর্বেদ সংস্থায় বিভিন্ন পদে চাকরি - মাধ্যমিক পাশে 1558 টি শূন্যপদে SSC গ্রুপ-সি চাকরি নিয়োগ
- সেন্ট্রাল ব্যাঙ্কে 1000 শূন্যপদে পদে কর্মী নিয়োগ