বদলে যাচ্ছে মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়ম। গত কয়েক মাস থেকেই অনুমান চলছিল, নতুন শিক্ষা নীতি চালু হবার ফলে পরিবর্তন আসবে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পদ্ধতিতে। অনেক পত্রিকা, সংবাদ মাধ্যমে জানানো হয়, এবার বছরে দুবার করে বোর্ড পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। তবে কোনো অফিসিয়াল নোটিশ না থাকায় বিষয়টি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়।
অবশেষে এই বিষয়ে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শিক্ষামন্ত্রী বলেন, ‘দুবার বোর্ড পরীক্ষার বিষয়টি সম্পূর্ণ ঐচ্ছিক। পড়ুয়াদের মানসিক চাপ কমাতে এহেন উদ্যোগ নেওয়া হয়েছে।’
এর সাথেই ধর্মেন্দ্র প্রধানের বক্তব্য, এবার থেকে বছরে দুবার করে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের। এর মধ্যে পরীক্ষার্থীরা যে পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর পাবেন, সেই পরীক্ষার নম্বরটি ধরেই রেজাল্ট তৈরি হবে।
এতদিন পর্যন্ত বোর্ড পরীক্ষার ক্ষেত্রে বছরে একবার পরীক্ষা নেওয়া হত, এর ফলে একবার কোনো কারণে পরীক্ষা ভালো না হলেও সেই ফলাফলের কোনো বিকল্প থাকত না। তবে নতুন পরীক্ষা ব্যবস্থায় পরীক্ষার্থীদের দ্বিতীয় সুযোগ দেওয়া হবে। তবে দুবার পরীক্ষায় বসার বিষয়টি সম্পূর্ণ ঐচ্ছিক। যদি কোনও পরীক্ষার্থী মনে করেন, প্রথম পরীক্ষা ভালো হয়েছে তবে তার দ্বিতীয়বার পরীক্ষা দেবার প্রয়োজন নেই।
সর্বভারতীয় স্তরে দুবার করে পরীক্ষা চালু করা হলেও পশ্চিমবঙ্গের বোর্ড পরীক্ষার ক্ষেত্রে এখনই এমন পরিবর্তন আনা হচ্ছে না বোর্ডের পরীক্ষাতে। এই বিষয়ে দিন কয়েক আগে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সংবাদমাধ্যমে জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষাতে সেমিস্টার নেওয়া হবে। বছরে যে দুই ভাগে হবে, তার গড় নম্বর নিয়ে মার্কশিট তৈরি করা হবে।
যদিও এই প্রস্তাবটি এখনও পর্যন্ত পর্যালোচনার স্তরে রয়েছে। প্রস্তাবটি রাজ্য সরকারের অনুমোদন পেলে এই বিষয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করবে বোর্ড।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 রাজ্যের স্কুলে শিক্ষক, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে চাকরির বিজ্ঞপ্তি জারি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ
👉 ইউনিভার্সিটিতে গ্রুপ-সি সহ বিভিন্ন পোস্টে চাকরির বিজ্ঞপ্তি, ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে
👉 NBEMS এ গ্রুপ-A, B, C পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো! আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন
👉 Food SI Exam Date: ফুড SI পরীক্ষা কবে হবে? জানা গেল সম্ভাব্য তারিখ