দীর্ঘদিন পর ফুড সেফটি অফিসে চাকরি, অনেক রকমের পদে কর্মী নিয়োগ- অনলাইনে আবেদন করতে হবে

FSSAI Various Post Recruitment Notification

FSSAI অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পাওয়া তথ্য অনুযায়ী প্রার্থীদের অ্যাডভাইজার, জুনিয়ার ডাইরেক্টর, সিনিয়র ম্যানেজার, ডেপুটি ডাইরেক্টর, ম্যানেজার সহ বিভিন্ন পদে নিয়োগ করা হবে।

সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের অন্তর্গত সমস্ত জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে সরাসরি FSSAI এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে।

আজকের প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ কোন কোন পদে নিয়োগ করা হবে, পদ অনুযায়ী শুন্যপদের সংখ্যা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা ইত্যাদি বিস্তারিত এক এক করে নিচে জানানো হয়েছে। 

FSSAI Various Post Recruitment Notification

FSSAI Various Post Recruitment Notification

নোটিশ নম্বরঃ HR-12017/3/2022-HR-FSSAI

নোটিশ প্রকাশের তারিখঃ 06.10.2022

আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগের তথ্য (Post Details)

(1) পদের নামঃ অ্যাডভাইজার (Advisor)

বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে পেয়ে লেভেল 14 অনুযায়ী 1,44,200 থেকে 2,18,200 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিস্ট্রি, বায়ো কেমিস্ট্রি, ফুড টেকনোলজি, ফুড সায়েন্স টেকনোলজি, ফুড নিউট্রিশন, অয়েল টেকনোলজি, ডেয়ারি টেকনোলজি, মাইক্রোবায়োলজি, ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি, পাবলিক হেলথ, টক্সিকোলজি -র মতো বিষয়ে M.SC বা B.E বা B.Tech পাশ করে থাকতে হবে।

মোট শূন্যপদঃ 01 টি।

(2) পদের নামঃ জয়েন্ট ডাইরেক্টর (Joint Director)  

বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে পেয়ে লেভেল 12 অনুযায়ী 78,800 থেকে 2,09,200 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ডিগ্রি পাশ করে থাকতে হবে বিশেষ করে ল বা আইন বিষয়ে ব্যাচেলার ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

এছাড়াও,যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিস্ট্রি, বায়ো কেমিস্ট্রি, ফুড টেকনোলজি, ফুড সায়েন্স টেকনোলজি, ফুড নিউট্রিশন, অয়েল টেকনোলজি, ডেয়ারি টেকনোলজি, মাইক্রোবায়োলজি, ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজি, পাবলিক হেলথ, টক্সিকোলজি -র মতো বিষয়ে M.SC বা B.E বা B.Tech পাশ করে থাকতে হবে।

মোট শূন্যপদঃ 06 টি।

(3) পদের নামঃ ডেপুটি ডাইরেক্টর (Joint Director)  

বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে পেয়ে লেভেল 11 অনুযায়ী 67,700 থেকে 2,08,700 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ডিগ্রি পাশ করে থাকতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট ও স্টেট গভর্নমেন্টের বিভিন্ন সেক্টরের আন্ডারে কর্মরত প্রার্থীরাও এক্ষেত্রে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

মোট শূন্যপদঃ 07 টি।

(4) পদের নামঃ পার্সোনাল সেক্রেটারি (Personal Secretary)

বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে পেয়ে লেভেল 07 অনুযায়ী 44,900 থেকে 1,42,400 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ডিগ্রি পাশ করে থাকতে হবে।

মোট শূন্যপদঃ 15 টি।

(5) পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট (Assistant)  

বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে পেয়ে লেভেল 06 অনুযায়ী 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ডিগ্রি পাশ করে থাকতে হবে। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

মোট শূন্যপদঃ 07 টি।

(6) পদের নামঃ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Junior Assistant)  

বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে পেয়ে লেভেল 02 অনুযায়ী 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এছাড়াও কম্পিউটার নলেজ থাকতে হবে।

মোট শূন্যপদঃ 13 টি।

এছাড়াও এখানে সিনিয়র ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, এডমিনিস্ট্রেটিভ অফিসার, সিনিয়র প্রাইভেট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সহ আরো অন্যান্য পদে প্রার্থীদের নিয়োগ করা হবে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন। নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবেন। 

আবেদন পদ্ধতিঃ

FSSAI এর অন্তর্গত উপরের সমস্ত পদের জন্য আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।

সবার প্রথমে নিচে দেওয়া আবেদন করার লিংক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নিজের নাম মোবাইল নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে সঠিকভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। 

রেজিস্ট্রেশন হয়ে গেলে লগইন করে আবেদন পত্রটি সঠিকভাবে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে।

আবেদনপত্র পূরণ করার সময় সমস্ত নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
নোটিশ প্রকাশ 06.10.2022
আবেদন শুরু 10.10.2022
আবেদন শেষ 05.11.2022 

👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

Important Links:  👇👇

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

🔽 অফিসিয়াল নোটিশঃ Download

আবেদন করার লিংকঃ Apply Now

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 রাজ্যে বিভিন্ন শূন্যপদে শিশু সুরক্ষা ইউনিটে কর্মী নিয়োগ

🎯 রাজ্যের জেলার বিভিন্ন ব্লকে আশা কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি

🎯 রাজ্যে সাব ডিভিশনাল অফিসের অধীনে চাকরি