GAIL লিমিটেডে চাকরি, ৭ রকমের পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি | GAIL Recruitment 2023

GAIL Sr Associate and Jr Associate Recruitment

গ্যাস অথোরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (Gas Authority of India Limited- GAIL) হল ভারতের একটি গ্যাস ডিসট্রিবিউশন কোম্পানি। এখানে 3 বছরের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে। কোন কোন পদে নিয়োগ করা হবে, পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কিভাবে নিয়োগ করা হবে এবং সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া সম্পর্কে নিচে থেকে বিস্তারে জেনে নিন। 

1. সিনিয়র অ্যাসোসিয়েট- টেকনিক্যাল (Sr. Associate- Technical) 

শূন্যপদ- 72 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- Electrical/Electrical & Electronics/ Mechanical/ Production/ Production & Industrial Manufacturing/ Mechanical & Automobile/ Instrumentation/Instrumentation & Control/Electronics & Instrumentation/ Electrical & Instrumentation/Electronics/Electrical & Electronics/ Civil Engineering এ ডিগ্রি থাকলে এখানে আবেদন করা যাবে। সেইসাথে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

2. সিনিয়র অ্যাসোসিয়েট- ফায়ার অ্যান্ড সেফটি (Sr. Associate- Fire & Safety)

শূন্যপদ- 12 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- Fire/Fire & Safety Engineering এ ডিগ্রি থাকলে এখানে আবেদন করা যাবে। 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

3. সিনিয়র অ্যাসোসিয়েট- মার্কেটিং (Sr. Associate- Marketing)

শূন্যপদ- 6 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- MBA করে থাকতে হবে Marketing/Oil & Gas/Petroleum and Energy/Energy and Infrastructure/International Business এ। 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

4. সিনিয়র অ্যাসোসিয়েট- ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস (Sr. Associate- Finance & Accounts)

শূন্যপদ- 6 টি শূন্যপদ রয়েছে এখানে।

যোগ্যতা- Finance এ MBA করে থাকতে হবে প্রার্থীদের। সাথে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

5. সিনিয়র অ্যাসোসিয়েট- কোম্পানি সেক্রেটারি (Sr. Associate- Company Secretary)

শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- Company Secretary পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

6. সিনিয়র অ্যাসোসিয়েট- হিউম্যান রিসোর্স (Sr. Associate- Human Resource)

শূন্যপদ- 6 টি শূন্যপদ রয়েছে এখানে।

যোগ্যতা- MBA/MSW/PG করে থাকতে হবে প্রার্থীদের। LLB ডিগ্রি থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

7. জুনিয়র অ্যাসোসিয়েট- টেকনিক্যাল (Jr. Associate- Technical)

শূন্যপদ- 16 টি শূন্যপদ রয়েছে এখানে।

যোগ্যতা- Electrical/ Electrical & Electronics/ Mechanical/ Production/ Production & industrial/ Manufacturing/ Mechanical & Automobile/ Instrumentation/ Instrumentation & Control/Electronics & Instrumentation/ Electrical & Instrumentation/ Electronics/Electrical & Electronics/ Civil Engineering এ ডিপ্লোমা করে থাকতে হবে।

বয়সসীমা

সব পদের জন্যই সর্বোচ্চ বয়স 32 বছর নির্ধারণ করা হয়েছে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের অবশ্য সরকারী নিয়মে বয়সের ছাড় মিলবে।

বেতন কাঠামো

Senior Associate লেভেলের সমস্ত পদের জন্য মাসিক 60,000 টাকা এবং Junior Associate লেভেলের পদের জন্য মাসিক 40,000 টাকা বেতন বরাদ্দ করা হয়েছে।

নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

অনলাইন আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

অনলাইন আবেদন ফি

এখানে আবেদন করার জন্য UR দের 100 টাকা আবেদন মূল্য দিতে হবে।

আবেদনের সময়সীমা

10.04.2023 তারিখ আবেদনের শেষ দিন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অনলাইনে আবেদন করুন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇