গার্ডেন রিচ শিপবিল্ডারস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। মোট 246 টি শূন্যপদ রয়েছে। 12 মাসের চুক্তিতে ট্রেনিংটি করানো হবে। অ্যাপ্রেন্টিসদের কলকাতা এবং রাঁচিতে পোস্টিং দেওয়া হবে।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- APP:01/23
যে পদে নিয়োগ করা হবে
1. ট্রেড অ্যাপ্রেন্টিস / Trade Apprentice
শূন্যপদ- 134 টি শূন্যপদ রয়েছে।
এখানে Welder, Fitter, Electrician, Machinist, Pipe Fitter, Carpenter, Draughtsman, Painter, Mechanic, Mechanic Machine Tool Maintenance ইত্যাদি বিষয়ে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।
যোগ্যতা- All India Trade Test (AITT) পাশ করে থাকলেই এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা- 14 থেকে 25 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতন- মাসিক 6,000 টাকা বৃত্তি দেওয়া হবে।
নিয়োগ স্থান- কলকাতা এবং রাঁচি ইউনিটে নিয়োগ দেওয়া হবে প্রার্থীদের।
2. ট্রেড অ্যাপ্রেন্টিস / Trade Apprentice (Fresher)
শূন্যপদ- 40 টি শূন্যপদ রয়েছে। এখানে Fitter, Welder (Gas & Electric), Electrician, Pipe Fitter, Machinist ট্রেডে নিয়োগ করা হবে।
যোগ্যতা- মাধ্যমিক পাশের সাথে সংশ্লিষ্ট ট্রেডে ITI ডিপ্লোমা করে থাকতে হবে।
বয়সসীমা- 14 থেকে 20 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতন- মাসিক 7,000 টাকা বৃত্তি দেওয়া হবে।
নিয়োগ স্থান- কলকাতা ইউনিটে নিয়োগ দেওয়া হবে প্রার্থীদের।
3. গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস / Graduate Apprentice
শূন্যপদ- 25 টি শূন্যপদ রয়েছে। Mechanical, Electrical, Computer Science & Information Technology, Civil ইঞ্জিনিয়ারিং বিভাগে নিয়োগ হবে।
যোগ্যতা- Mechanical, Electrical, Computer Science & Information Technology, Civil ইঞ্জিনিয়ারিং পাশ থাকতে হবে।
বয়সসীমা- 14 থেকে 26 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতন- মাসিক 15,000 টাকা বৃত্তি দেওয়া হবে।
নিয়োগ স্থান- কলকাতা ইউনিটে নিয়োগ দেওয়া হবে প্রার্থীদের।
4. টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস / Technician Apprentice
শূন্যপদ- 47 টি শূন্যপদ রয়েছে। Mechanical, Electrical, Computer Science & Information Technology, Civil ইঞ্জিনিয়ারিং বিভাগে নিয়োগ হবে।
যোগ্যতা- Mechanical, Electrical, Computer Science & Information Technology, Civil ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাশ থাকতে হবে।
বয়সসীমা- 14 থেকে 26 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতন- মাসিক 10,000 টাকা বৃত্তি দেওয়া হবে।
নিয়োগ স্থান- কলকাতা এবং রাঁচি ইউনিটে নিয়োগ দেওয়া হবে প্রার্থীদের।
নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের https://jobapply.in/grse2023app অথবা www.grse.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে ফর্মটি সাবমিট করতে হবে। অবশেষে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদনের সময়সীমা
29/10/2023 তারিখ আবেদন করার শেষ দিন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অনলাইনে আবেদন: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 ইন্টারভিউয়ের মাধ্যমে ভারতীয় কৃষি বিভাগে DEO পদে চাকরি, 15 হাজার টাকা মাসিক বেতন
👉 কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে গ্রুপ-সি সহ বিভিন্ন পদে চাকরি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ
👉 IACS এ গ্রুপ-এ, গ্রুপ-বি, গ্রুপ-সি নিয়োগের বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় চাকরি
👉 AIIMS এ গ্রুপ-সি পদে চাকরি! মোট শূন্যপদ, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন