রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। রাজ্যের গার্ডেনরিচ সিপ বিল্ডার্স এ আপেন্টিস ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ট্রেনিং চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন প্রার্থীরা।
গার্ডেনরিচ শিপ বিল্ডার্স এ রাজ্যের যেকোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। ইতিমধ্যে আবেদন গ্রহণ প্রক্রিয়ায় শুরু হয়ে গিয়েছে। তাহলে চলুন আর বেশি দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক গার্ডেনরিচ শিপ বিল্ডার্স এ আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য।
নোটিশ নম্বরঃ APP:01/22
নোটিশ প্রকাশের তারিখঃ 16.06.2022
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ ফ্রেশার ট্রেড অ্যাপ্রেন্টিস (Fresher Trade Apprentice)
স্টাইপেন্ডঃ উক্ত পদের জন্য প্রথম বছরে প্রার্থীদের প্রতিমাসে 6000 টাকা এবং দ্বিতীয় বছরে প্রতিমাসে 6600 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে।
বয়সসীমাঃ 01.09.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 14 থেকে 20 বছরের মধ্যে হতে হবে।
মোট শূন্যপদঃ 40 টি।
যে যে ট্রেডে নিয়োগ করা হবেঃ
- ফিটার (Fitter)
- ওয়েল্ডার (Welder)
- ইলেকট্রিশিয়ান (Electrician)
- পাইপ ফিটার (Pipe Fitter)
- মেশিনিস্ট (Machinist)
(2) পদের নামঃ EX-ITI ট্রেড অ্যাপ্রেন্টিস (EX-ITI Trade Apprentice)
স্টাইপেন্ডঃ উক্ত পদের জন্য কলকাতার প্রার্থীদের প্রতিমাসে 7000 টাকা এবং রাঁচির প্রার্থীদের প্রতিমাসে 7700 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ এই পদের জন্য প্রার্থীকে অবশ্যই অল ইন্ডিয়া ট্রেড টেস্ট পাশ করে থাকতে হবে এবং যেকোনো NCVT দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে NTC সার্টিফিকেট হবে।
বয়সসীমাঃ 01.09.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 14 থেকে 25 বছরের মধ্যে হতে হবে।
মোট শূন্যপদঃ 163 টি।
যে যে ট্রেডে নিয়োগ করা হবেঃ
- ফিটার (Fitter)
- ওয়েল্ডার (Welder)
- ইলেকট্রিশিয়ান (Electrician)
- পাইপ ফিটার (Pipe Fitter)
- মেশিনিস্ট (Machinist)
- কার্পেন্টার (Carpenter)
- ইলেকট্রনিক মেকানিক (Electronic Mechanic)
- পেইন্টার (Painter)
- এছাড়াও আরও অন্যান্য।
(3) পদের নামঃ গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস (Graduate Apprentice)
স্টাইপেন্ডঃ উক্ত পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে 15000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে ডিগ্রী কোর্স করে থাকতে হবে।
বয়সসীমাঃ 01.09.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 14 থেকে 26 বছরের মধ্যে হতে হবে।
মোট শূন্যপদঃ 16 টি।
যে যে ট্রেডে নিয়োগ করা হবেঃ
- মেকানিক্যাল (Mechanical)
- ইলেকট্রিক্যাল (Electrical)
- কম্পিউটার সাইন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি (Information Technology)
- সিভিল (Civil)
(4) পদের নামঃ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (Technician Apprentice)
স্টাইপেন্ডঃ উক্ত পদের জন্য কলকাতার প্রার্থীদের প্রতিমাসে 10,000 টাকা এবং রাঁচির প্রার্থীদের প্রতিমাসে 9000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে ডিগ্রী কোর্স করে থাকতে হবে।
বয়সসীমাঃ 01.09.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 14 থেকে 26 বছরের মধ্যে হতে হবে।
মোট শূন্যপদঃ 30 টি।
যে যে ট্রেডে নিয়োগ করা হবেঃ
- মেকানিক্যাল (Mechanical)
- ইলেকট্রিক্যাল (Electrical)
- ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন(Electronics Telecommunication )
- সিভিল (Civil)
আবেদন পদ্ধতিঃ
- উপরিউক্ত সমস্ত অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট www.grse.in বা https://jobapply.in/grse2022app এ গিয়ে আবেদন করতে হবে।
- সবার প্রথমে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
- তারপরে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
- উল্লেখিত সমস্ত নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে আবেদন ফি জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
- ট্রেড সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 16.07.2022 |
আবেদন শুরু | 16.07.2022 |
আবেদন শেষ | 05.08.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-