পোস্ট অফিস GDS ২০২৩ এর রেজাল্ট কবে দেবে? দেখে নিন আপডেট | GDS Result 2023 (Gamin Dak Sevak)

GDS Result 2023 Gamin Dak Sevak

পোস্ট অফিসে কেবলমাত্র মাধ্যমিক পাশেই গ্রামীণ ডাক সেবক (GDS) পদে কর্মী নিয়োগের জন্য সারা দেশ ব্যাপী আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই সময় যারা ফর্ম ভরেছিলেন, তাদের জন্য এই প্রতিবেদনে একটি আপডেট দেওয়া হয়েছে। আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও অনেকে GDS এর রেজাল্ট (GDS Result 2023) কবে বেরোবে এই নিয়ে প্রশ্ন করছে। তাদের জন্য আজকের এই প্রতিবেদন। 

Indian Post GDS Result 2023 Update

সারা দেশে বর্তমানে বিভিন্ন পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক (GDS) পদে ৪০,০০০ টি শূন্যপদ আছে এবং সেগুলিতে কর্মী নিয়োগের জন্য ভারত সরকারের পোস্টাল ডিপার্টমেন্ট থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, কেবলমাত্র প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না এখানে।

ইন্ডিয়া পোস্ট গ্রামীণ ডাক সেবক (GDS) পদে চাকরির নিয়োগের জন্য আবেদন করবার অনলাইন প্রক্রিয়া বন্ধ হয়েছে গত ১৬ ফেব্রুয়ারি। ১৯.০২.২০২৩ তারিখ আবেদনপত্র সংশোধনের প্রক্রিয়াটিও বন্ধ করে দেওয়া হয়েছে। তাই এখন শুধুমাত্র ফলাফল প্রকাশের অপেক্ষা।

ইন্ডিয়ান পোস্ট GDS ২০২৩ মেরিট লিস্ট (Indian Post GDS 2023 Merit List) 

ইন্ডিয়া পোস্ট গ্রামীণ ডাক সেবক এর মেরিট লিস্টে (GDS 2023 Merit List) যে সকল প্রার্থীর নাম থাকবে তারা সরাসরি চাকরি পেয়ে যাবেন এখানে। তবে প্রশ্ন হল মেরিট লিস্ট কবে বেরোবে এবং তা কীভাবে দেখবেন।

ইন্ডিয়া পোস্ট GDS এর অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিতে গ্রামীণ ডাক সেবক পদের মেরিট লিস্ট কবে বেরোবে, সেই সংক্রান্ত কোনো তারিখের উল্লেখ ছিল না, শুধুমাত্র ফলাফল বা মেরিট লিস্ট এর জন্য ইন্ডিয়া পোস্ট এর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছিল আবেদনকারীদের।

ইন্ডিয়ান পোস্ট GDS ২০২৩ রেজাল্ট (Indian Post GDS 2023 Result)

অনুমান করা হচ্ছে, চলতি মার্চ মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই GDS 2023-এর রেজাল্ট বেরিয়ে যাবে। মেরিট লিস্ট প্রকাশিত হবে ইন্ডিয়া পোস্ট এর অফিসিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in-তে। ইন্ডিয়া পোস্ট GDS এর ফলাফল প্রকাশ হলেই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তা আপনারা জানতে পারবেন। এছাড়াও আপনারা নীচের ধাপগুলি অণুসরণ করে সহজেই রেজাল্ট দেখতে পারবেন।

ইন্ডিয়ান পোস্ট GDS রেজাল্ট দেখার প্রক্রিয়া

1. প্রথমে ইন্ডিয়া পোস্ট এর অফিসিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in ভিজিট করুন।

2. এরপর ওয়েবসাইটে গ্রামীণ ডাক সেবক (GDS) ফলাফল এর লিঙ্কের উপর ক্লিক করুন। 

3. এরপর নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করুন এবং আপনার ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

4. লগইন করার পর India Post GDS Merit List 2023 এর পিডিএফ ফাইলটি মোবাইলে অথবা কম্পিউটারে ডাউনলোড করুন।

আপনাকে জানিয়ে দিই এখনো Indian Post GDS Recruitment 2023 এর রেজাল্ট বা মেরিট লিস্ট প্রকাশিত হয়নি। তবে মার্চ মাসেই এই রেজাল্ট প্রকাশের প্রবল সম্ভাবনা রয়েছে। জিডিএস এর রেজাল্ট প্রকাশিত হলেই আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো। সেইসাথে এখানে নিচে রেজাল্ট দেখার অফিসিয়াল লিংকও আপডেট করে দেওয়া হবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

Indian Post Official: Website

GDS 2023 Result: Update Soon

Daily Job Update: Click Here