জাহাজ নির্মান কেন্দ্রে চাকরি, 40 হাজার টাকা থেকে মাসিক বেতন শুরু | Goa Shipyard Limited Recruitment 2023

Goa Shipyard Limited Recruitment 2023

গোয়া শিপ ইয়ার্ডে (জাহাজ নির্মান কেন্দ্রে) বহু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করার বিষয়ে জানিয়ে একটি অফিসিয়াল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মোট 21 টি পদে নিয়োগ করা হবে। সমস্ত যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা 24 মে, 2023 এর আগে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ সম্পর্কে বিশদভাবে জানতে নিচের দেওয়া তথ্য গুলি একে একে দেখুন। 

Goa Shipyard Limited Recruitment 2023

নোটিশ নং – 01/2023

পদের নাম এবং শূন্যপদ

(1) অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার / Additional General Manager (Naval Architecture)

শূন্যপদ – এখানে 2 টি শূন্যপদ রয়েছে।

(2) অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার / Additional General Manager (HR)

শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

(3) ডেপুটি জেনারেল ম্যানেজার / Deputy General Manager (Finance)

শূন্যপদ – এখানে 2 টি শূন্যপদ রয়েছে।

(4) সিনিয়র ম্যানেজার / Senior Manager (Shiplift & Shipwright)

শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

(5) সিনিয়র ম্যানেজার / Senior Manager (Administration)

শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

(6) ডেপুটি ম্যানেজার / Deputy Manager (Finance)

শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

(7) সিনিয়র ম্যানেজার / Senior Manager (Weapon & Sensors)

শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

(8) সিনিয়র ম্যানেজার / Senior Manager (Projects )

শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

(9) ম্যানেজার / Manager (Russian Interpreter)

শূন্যপদ – এখানে 21 টি শূন্যপদ রয়েছে।

(10) ম্যানেজার / Manager (Civil)

শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

(11) ডেপুটি ম্যানেজার / Deputy Manager (Mechanical)

শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

(12) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার / Assistant Manager (Mechanical)

শূন্যপদ – এখানে 6 টি শূন্যপদ রয়েছে।

(13) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার / Assistant Manager (Hindi)

শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

(14) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার / Assistant Manager (Mechanical)

শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

(15) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার / Assistant Manager (Electrical)

শূন্যপদ – এখানে 4 টি শূন্যপদ রয়েছে।

(16) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার / Assistant Manager (Naval Architecture)

শূন্যপদ – এখানে 5 টি শূন্যপদ রয়েছে।

(17) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার / Assistant Manager (Finance)

শূন্যপদ – এখানে 2 টি শূন্যপদ রয়েছে।

(18) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার / Assistant Manager (Commercial)

শূন্যপদ – এখানে 4 টি শূন্যপদ রয়েছে।

(19) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার / Assistant Manager (IT)

শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

(20) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার / Assistant Manager (CSR)

শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

(21) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার / Assistant Manager (HR)

শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

দরকারি যোগ্যতা

এখানে মোট 21 ধরনের পোস্ট আছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের জন্য যে যোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।

বয়সসীমা

প্রতিটি পদের জন্য বিভিন্ন বয়সসীমা রাখা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 48 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা বয়স অনুসারে নির্দিষ্ট পদে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে সরকারি নিয়মে।

বেতনক্রম

পদ অনুয়ায়ী আলাদা পে স্কেল রয়েছে। সর্বনিম্ন 40,500 টাকা থেকে সর্বোচ্চ 90,000 টাকা পর্যন্ত পদ অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের www.goashipyard.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে। আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে। 

আবেদন ফি

জেনারেল, EWS এবং OBC প্রার্থীদের 500 টাকা করে আবেদন মূল্য বাবদ দিতে হবে। SC, ST, PWD, EX SERVICEMEN প্রার্থীদের আবেদন মূল্যে ছাড় দেওয়া হয়েছে।

আবেদনের সময়সীমা

আবেদন শেষ হবে – 24.05.2023 তারিখে। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇