Godrej Industries Internship 2024: গোদরেজ ইন্ডাস্ট্রিজ কেমিক্যালস ২০২৪ সালে হিউম্যান রিসোর্স (HR) ইন্টার্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে তারা ছাত্র ছাত্রীদের বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং দেবে এবং ট্রেনিং চলাকালীন প্রত্যেকটি প্রার্থীকে স্টাইপেন্ড প্রদান করবে।
যারা হিউম্যান রিসোর্স (HR) বা মানবসম্পদ ব্যবস্থাপনা নিয়ে ভবিষ্যতে কাজ করতে চান তাদের জন্য এই ইন্টার্নশিপ ট্রেনিংটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে।
আজকের এই প্রতিবেদনে আমরা জানিয়ে দেব এখানে কারা কারা আবেদন করতে পারবে, মাসিক কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, কোথায় হবে এই ট্রেনিং এবং কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয়গুলি।
গোদরেজ ইন্টার্নশিপের ট্রেনিং-এর স্থান
গোদরেজ ইন্ডাস্ট্রিজের এই ইন্টার্নশিপে যে সমস্ত প্রার্থীরা বিনামূল্যে ট্রেনিং নিতে চান তাদের জন্য জানিয়ে রাখি, এই ইন্টার্নশিপটি অনুষ্ঠিত হবে ভারতের মুম্বাইতে।
গোদরেজ ইন্টার্নশিপের ট্রেনিং-এর সময়কাল
এই ট্রেনিংটির মেয়াদ হবে ৬ মাস। ট্রেনিং চলাকালীন প্রার্থীরা বাস্তব অভিজ্ঞতার অর্জনের পাশাপাশি মানব সম্পদ ব্যবস্থাপনার বিভিন্ন দিক শিখতে পারবে এবং ট্রেনিং চলাকালীন প্রত্যেকটি প্রার্থীকে স্টাইপেন্ড প্রদান করা হবে কোম্পানির তরফ থেকে।
গোদরেজ ইন্টার্নশিপের স্টাইপেন্ড ও অন্যান্য সুবিধা
যে সমস্ত প্রার্থীরা এখানে ইন্টার্নশিপ ট্রেনিং গ্রহণ করবে তাদেরকে প্রত্যেক মাসে ৫০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। এছাড়া প্রত্যেকটি প্রার্থীকে ইন্টার্নশিপ সম্পন্ন করার পর একটি সার্টিফিকেট এবং রেকমেন্ডেশন লেটার প্রদান করা হবে, যা তাদের ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে সহায়তা করবে।
গোদরেজ ইন্টার্নশিপে দায়িত্ব এবং কর্তব্য
এই ইন্টার্নশিপে প্রত্যেকটি প্রার্থীকে বিভিন্ন দায়িত্ব পালন করতে হবে, যা HR ম্যানেজমেন্টের কার্যক্রমের সাথে যুক্ত। দায়িত্বগুলি হল-
- বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যেমন- ইন্টার্নশালা, Linkedin এবং Noukri-তে সম্ভাব্য প্রার্থীদের বায়োডাটা সংগ্রহ করতে হবে এবং বায়োডাটা সংগ্রহ করার মাধ্যমে প্রার্থীদের নিয়োগের প্রাথমিক ধাপগুলি পরিচালনা করতে হবে।
- ইন্টারভিউ-এর সময়সূচী তৈরি করতে হবে এবং ইন্টারভিউ প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন করার দায়িত্ব পালন করতে হবে।
- বিভিন্ন ফ্যাক্টরিতে নিয়োগের জন্য ওয়ার্ক-ইন-ড্রাইভের পরিকল্পনা করতে হবে।
- প্রতিষ্ঠানের DEI লক্ষ্য পূরণে ইন্টার্নকে সহায়তা করতে হবে।
আরও আপডেটঃ খাদ্য দপ্তরে একাধিক পদে কর্মী নিয়োগ, মাসিক বেতন ₹40,000 টাকা, তাড়াতাড়ি আবেদন করুন
গোদরেজ ইন্টার্নশিপের জন্য আবেদন পদ্ধতি
যারা এখানে আবেদন করবেন বলে ভাবছেন তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমাদের প্রতিবেদনের নিচে অফিশিয়াল ওয়েবসাইটের লিংক প্রদান করা আছে, সেখান থেকে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিজের সমস্ত তথ্য এবং ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
গোদরেজ ইন্টার্নশিপের গুরুত্বপূর্ণ তারিখ
যে সমস্ত প্রার্থীরা এখানে বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিং নেবেন বলে ভাবছেন, তাদেরকে ০৭ই নভেম্বর, ২০২৪ তারিখের ভিতরে আবেদন করতে হবে। তাই যারা যারা HR ম্যানেজমেন্ট নিয়ে ভবিষ্যতে কাজ করতে চান তাদের জন্য এটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
Godrej Industries Internship 2024: Apply Now