1/6: ভবিষ্যতের কথা ভেবে আশঙ্কায় ভোগা, বর্তমান বাজারদরের সঙ্গে পাল্লা দিয়ে সংসার চালাতে হিমশিম খাওয়ার দিন ফুরোতে চলেছে ভারতের বেসরকারি সংস্থায় চাকুরিরত কর্মীদের। কারণ এই বছর এই বিপুল পরিমাণ বেতন বাড়তে চলেছে বেসরকারি সংস্থার কর্মীদের। গড়ে প্রায় ১০% বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে দেশের বেসরকারি ক্ষেত্রে! যাদের প্রতিভা বেশি তাদের বেতন ১৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
2/6: চারিদিকে যখন মন্দার ছায়া, বড় বড় আইটি সংস্থাগুলো যখন কর্মী ছাঁটাই শুরু করেছে সেই সময় এই বিপুল বেতন বৃদ্ধির খবরকে অনেকেই ভুয়ো বলে উড়িয়ে দিতে পারেন। কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে সম্পূর্ণ উল্টো কথা। কর্ন ফেরি নামে একটি সমীক্ষক সংস্থা দেশের ৮১৮ টি বেসরকারি সংস্থার ৮ লক্ষেরও বেশি কর্মীর মধ্যে সমীক্ষা চালিয়ে একটি রিপোর্ট প্রস্তুত করেছে।
3/6: তাতে দেখা যাচ্ছে কর্মীদের বছরের শেষে বেতন না বাড়ানো, বাজারের তুলনায় কম অর্থ দেওয়া ভারতীয় সংস্থাগুলিরই আমুল ভোল বদল ঘটতে চলেছে। তারা বুঝেছে ভাল পরিষেবা পেতে গেলে পুরনো কর্মীদের যথোপযুক্ত মর্যাদা দিয়ে সংস্থায় ধরে রাখাটা প্রয়োজন। ইউরোপীয় সংস্থাগুলোর থেকে ভারতীয় সংস্থাগুলি এই শিক্ষা নিয়েছে বলে ওই সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে।
4/6: আর পুরনো কর্মীদের ধরে রাখতেই চলতেই এই আর্থিক বছরে বেসরকারি সংস্থার ভারতীয় কর্মীদের বেতন প্রায় ১০ শতাংশ বাড়ার সম্ভাবনা আছে বলে দাবি করেছে কর্ন ফেরি নামে ওই সমীক্ষক সংস্থা। সবচেয়ে বেশি বেতন বাড়তে পারে স্বাস্থ্য ও বিজ্ঞান ক্ষেত্রে যুক্ত কর্মীদের। রাসায়নিক ক্ষেত্রে যুক্ত কর্মীদেরও ভাল পরিমাণ বেতন বাড়ার সম্ভাবনা আছে।
5/6: ওই সমীক্ষক সংস্থা জানিয়েছে, যে সমস্ত কর্মী তাঁদের বুদ্ধি ও কর্মদক্ষতার জন্য সংস্থার নেক নজরে আছেন, তাঁদের বেতন ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এই মুহূর্তে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার কালো ছায়া ঘনিয়ে এসেছে। তবে বেশিরভাগ অর্থনীতিবিদই বলছেন, বিশ্বব্যাপী মন্দার ঝাপটা ভারতে লাগলেও খুব বেশি প্রভাব ফেলবে না। এই সমীক্ষক সংস্থার রিপোর্টেও সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। তাঁরা জানিয়েছেন, যেহেতু ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ৬ শতাংশের বেশি থাকার সম্ভাবনা প্রবল, তাই এদেশের বেসরকারি সংস্থাগুলিও খুব একটা বিপাকে পড়বে না বলে মনে করছে। আর সেই কারণেই তারা দক্ষ কর্মীদের বিষয়ে বড়সড় পদক্ষেপ করতে চলেছে।
আরো আপডেট: এই অঙ্কটি করতে পারলেই চাকরি গ্যারান্টি
6/6: এদিকে আরবিআই-এর অনুমান চলতি অর্থনৈতিক বছরে মুদ্রাস্ফীতির হার ৬ শতাংশের কাছাকাছি থাকবে। সেক্ষেত্রে বেসরকারি কর্মীদের ১০ শতাংশ বেতন বাড়ার অর্থ হল বাজারের জিনিসপত্রের দাম যা বাড়বে তার থেকে বেতন বৃদ্ধির হার আরও ৪ শতাংশ বেশি থাকবে। সব মিলিয়ে চলতি বছরটা ভারতীয় বেসরকারি ক্ষেত্রের কর্মীদের জন্য এক সুন্দর বছর হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বি:দ্র: প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন।
🔥 গুরুত্বপূর্ণ লিংক: 👇👇👇👇
✅ কাজকর্ম WhatsApp গ্রুপ | Join Now |
✅ Telegram Channel | Join Now |
🔥 আরো আপডেট-Click Here