১৪ জুলাই আসছে সরকারি কর্মীদের জন্য সুখবর, ডিএ নিয়ে বিরাট আপডেট

Good news for govt employees coming on 14th July, big update about DA

1/10: 24 ঘন্টার মধ্যে বড়ো খবর আসতে চলেছে রাজ্যের সরকারি কর্মীদের জন্য। ডিএ মামলা নিয়ে নানান টালবাহানার পরে অবশেষে এই ডিএ মামলার শুনানি হতে চলেছে বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি মিত্তলের বেঞ্চে। আগামীকাল অর্থাৎ, শুক্রবার 14 জুলাই, এই মামলার শুনানি হতে চলেছে।

2/10: গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে, আগামী শুক্রবার, হাইকোর্টের বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি মিত্তলের যৌথ ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারী কর্মচারীদের ডিএ মামলার শুনানি হবে।

3/10: প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের 20 মে, রাজ্যের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে নির্দেশ জারি করা হয় যে, রাজ্যের তৃণমূল সরকারকে আগামী তিন মাসের মধ্যে সরকারি কর্মীদের প্রাপ্য বকেয়া ডিএ-র পরিমাণ মিটিয়ে দিতে হবে।

4/10: হাইকোর্টের রায়ে বলা হয়, পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ মেটাতে হবে সরকারকে। যদিও বলাই বাহুল্য যে, কোর্টের নির্দেশ মতো বকেয়া ডিএ দেওয়া নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি রাজ্য সরকারের তরফে। উল্টে নবান্নের তরফে হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল। যদিও কোর্ট সেই পিটিশন খারিজ করে দেয়।

5/10: এরপরে তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের তরফে, নির্দিষ্ট সময় মতো বকেয়া ডিএ মিটিয়ে না দেওয়ায় জন্য রাজ্যের বিরুদ্ধে, কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়।

6/10: সেই মামলার রেশ ধরেই ফের গত নভেম্বরে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (এসএলপি) দাখিল করে রাজ্য সরকার। এখানে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করা হয়। এই মামলার শুনানিই আগামী কাল হবার কথা রয়েছে।

7/10: এই প্রসঙ্গে, রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সংবাদমাধ্যমে বলেন, এই ডিএ মামলার সিরিয়াল নম্বর রাখা হয়েছে 60।

8/10: এই ডিএ মামলার তারিখ অবশ্য এর আগে বারেবারে পাল্টে দিয়েছে সুপ্রিমকোর্ট। বারবার তারিখ বদলের ফলে বিগত দেড় বছর ধরে এই মামলাটি ঝুলে রয়েছে। এখনও পর্যন্ত কোনো নিশ্চিত সমাধান হয়নি এই মামলার।

9/10: তবে এই বার সরকারি কর্মচারীদের একাংশের আশা, আগামী শুক্রবারই সুপ্রিম কোর্টে, পশ্চিমবঙ্গ সরকারের তরফে দায়ের করা ‘স্পেশাল লিভ পিটিশন (SLP)’ খারিজ করে দেওয়া হবে। পিটিশন খারিজ করে দেওয়া হলে সরকারী কর্মচারীদের জয় সুনিশ্চিত হবে।

10/10: তবে দেশের সর্বোচ্চ আদালত আদৌ শুক্রবার এই মামলার শুনানি করে রায় প্রদান করবে নাকি বিগত শুনানির তারিখগুলির মত ফের শুনানির দিন পিছিয়ে দেবে কিনা তা সময় বলবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Previous articleরাজ্যে উচ্চ মাধ্যমিক পাশে জুট কর্পোরেশন প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ, 21 জুলাই এর মধ্যে আবেদন করুন
Next articleFood SI Recruitment 2023: ফুড SI পদের মাসিক বেতন কত? কি কি কাজ করতে হয়? জানুন বিস্তারিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here