Special Casual Leave: একটানা 42 দিন ছুটি সরকারি কর্মীদের, শুধুমাত্র এই সমস্ত লোকেরাই পাবে সুবিধা

Government employees will get 42 days Special Casual Leave

1/8: সরকারের তরফে সরকারি কর্মচারীদের জন্য নিয়ে আসা হয়েছে একটি দারুণ সুখবর! জানানো হয়েছে, এবার থেকে নতুন ছুটির নির্দেশিকা পালন করা হবে সরকারি কর্মীদের জন্য। ফলত, বিগত বছরগুলির তুলনায় এখন বেশি ছুটি পাবেন কর্মীরা। কিন্তু কেবলমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীরাই এই বাড়তি নতুন ছুটি পাবেন।

2/8: কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এবার থেকে অঙ্গ দান করলে মোট 42 দিনের একটি বিশেষ সাধারণ ছুটি বা Special Casual Leave এর জন্য আবেদন করতে পারবেন।

3/8: এই ছুটি প্রসঙ্গে, DoPT এর তরফে জারি করা অফিসিয়াল মেমোরেন্ডাম এ জানানো হয়েছে যে, কোনও কেন্দ্রীয় কর্মচারী যদি শরীরের কোনও অঙ্গ দান করেন, তাহলে একটি দীর্ঘ মেয়াদী ছুটি দেওয়া হবে তাকে।

4/8: কারণ হিসেবে এক্ষেত্রে বলা হয়েছে, অঙ্গ দানের ফলে বড় অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে হয় এবং এক্ষেত্রে হাসপাতালে ভর্তির পাশাপাশি সুস্থ হতেও অনেকটা সময় লাগে। তাই, সরকারের উচিত, কেন্দ্রীয় কর্মচারীদের মধ্যে অঙ্গ দান প্রচারের লক্ষ্যে, কর্মীদের সর্বোচ্চ 42 দিনের একটি বিশেষ ছুটির ব্যবস্থা করা।

5/8: বর্তমানে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে, কেন্দ্রীয় কর্মচারীদের এক বছরে ক্যাজুয়াল ছুটি হিসাবে সর্বাধিক 30 দিনের ছুটি মঞ্জুর করা হয়। তবে এবার থেকে নতুন নিয়মে তা বেড়ে 42 দিন করা হল।

6/8: যদিও DoPT-র তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে যে, এই নতুন নিয়মটি সবার জন্য প্রযোজ্য হবে না। কেবলমাত্র নির্বাচিত কিছু দফতরের কর্মীদের উপর এই নয়া নিয়ম কার্যকর করা হবে।

7/8: রেল কর্মী, অল ইন্ডিয়া সার্ভিসের কর্মীরা এই নতুন ছুটির নীতির আওতায় আসবেন না। নতুন নিয়মটি ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে 25 এপ্রিল, 2023 তারিখ থেকে

8/8: বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের এই বাড়তি ছুটি নেওয়ার জন্য সরকারি চিকিৎসকের সুপারিশ জমা দিতে হবে। কর্মীরা অঙ্গ দান করার জন্যে হাসপাতালে ভর্তির এক সপ্তাহ আগে থেকে এই ছুটির জন্য আবেদন করতে পারবেন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

এগুলিও পড়ুন 👇👇