ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ কমার্সে কয়েক ধরণের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানকার নিয়োগটি চুক্তি ভিত্তিক। মোট পাঁচটি বিভাগে কর্মী নিয়োগ করা হবে। আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে। এই নিয়োগের ব্যাপারে আরও বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
নিয়োগের বিস্তারিত তথ্য
নোটিশ নং- 12034/1/2019-E-2-DoC
যে পদে নিয়োগ করা হবে
1. ইয়ং প্রফেশনাল / Young Professional
শূন্যপদ- এখানে মোট 20 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রির সাথে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা- 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতন- মাসিক 60,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
2. অ্যাসোসিয়েট / Associate
শূন্যপদ- এখানে মোট 12 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রির সাথে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা- 45 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতন- মাসিক 80,000 – 1,45,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
3. কনসাল্টেন্ট / Consultant
শূন্যপদ- এখানে মোট 21 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রির সাথে 8 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা- 50 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতন- মাসিক 1,45,000 – 2,65,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
4. সিনিয়র কনসাল্টেন্ট / Senior Consultant
শূন্যপদ- এখানে মোট 14 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রির সাথে 15 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা- 60 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।
বেতন- মাসিক 2,65,000 – 3,30,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন। নোটিশের 3 নং পাতাতে আবেদনপত্রটি রয়েছে।
আবেদন পত্রের ফর্মটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। পরের ধাপে নিজেদের প্রয়োজনীয় নথি, ছবি এবং সাইন সংযুক্ত করে একটি পিডিএফ বানাতে হবে। ওই পিডিএফ টি নীচের মেল আইডিতে পাঠিয়ে দিতে হবে।
ইমেল আইডি
আবেদনের সময়সীমা
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নোটিশ প্রকাশের পর থেকে 21 দিন পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ আবেদন করার ফর্ম: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
👉 রাজ্য সড়ক দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, ইন্টারভিউ মাধ্যমে চাকরি
👉 AIIMS এ গ্রুপ-A, গ্রুপ-B এবং গ্রুপ-C পদে চাকরি, ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবে
👉 BECIL এ মাধ্যমিক পাশে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন 17 হাজার 498 টাকা
👉 স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে চাকরির বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ছাড়াই করা হবে নিয়োগ