সরকারি স্কুল শিক্ষকরা টিউশন পড়ালেই বিপদ! কঠোর রায় দিল আদালত

Government school teachers teaching the danger! The court gave a harsh verdict

1/8: রাজ্যের সরকারি এবং সরকার পোষিত স্কুলের যেসব শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশন পড়ান, তাদের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে কলকাতা হাইকোর্ট। এমনকি নিয়ম ভঙ্গ করে টিউশন পড়ালে 3 মাসের মধ্যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে, জানিয়েছে হাইকোর্ট।

2/8: এর আগে, 2018 সালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল যে, রাজ্যের সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলির শিক্ষক, অশিক্ষক কর্মীরা প্রাইভেট টিউশন করতে পারবেন না।

3/8: মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশের পরেও দেখা যায়, নিয়ম ভঙ্গ করে রাজ্যের একাধিক সরকারি এবং সরকার পোষিত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা দেদার প্রাইভেট টিউশন পড়িয়ে চলেছেন।

4/8: এরপরেই, প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের তরফে কলকাতা হাইকোর্টে একটি মামলা করা হয় সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করার জন্য।

5/8: হাইকোর্টের তরফেও নির্দেশ জারি করে বলা হয়, সরকারি এবং সরকার পোষিত স্কুলের শিক্ষক শিক্ষিকারা কোনরকম প্রাইভেট টিউশন করতে পারবেন না।

6/8: আরও একবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম ভেঙে কোনো সরকারি এবং সরকার পোষিত স্কুলের শিক্ষকরা টিউশন পড়ালে তাদের বিরুদ্ধে আগামী 3 মাসের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে

7/8: পাশাপাশি, হাইকোর্টের তরফে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকেও টিউশন পড়ানো শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবার নির্দেশ দেওয়া হয়েছে। টিউশন পড়ানোর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের এই কড়া রায়কে স্বাগত জানিয়েছেন রাজ্যের বহু শিক্ষক এবং শিক্ষিকারা।

8/8: এই প্রসঙ্গে, রাজ্যের প্রাইভেট টিউটর অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক দীপঙ্কর দাস সংবাদমাধ্যমে জানিয়েছেন যে, ‘হাইকোর্টের নির্দেশ আমাদের পক্ষেই ছিল, আবার আমাদের পক্ষে গেল। এখন থেকে নিজ নিজ এলাকায় টিউশনরত স্কুল শিক্ষক শিক্ষিকাদের নামের তালিকা তৈরি করব আমরা।’

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

এগুলিও পড়ুন 👇👇

Previous articleউচ্চ মাধ্যমিক পাশে SSC এর মাধ্যমে 1600 শূন্যপদে চাকরি, অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি | SSC CHSL Recruitment 2023
Next articleরাজ্যে রেলওয়ে সেফটিতে গ্রুপ-C চাকরি, শুরুতে বেতন ২৫ হাজার টাকা | Raiway Safety Group C Recruitment

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here