কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে গ্রুপ-C বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। এক্ষেত্রে AIIMS বা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এর তরফ থেকে একটি রিসার্চ প্রজেক্টে গ্রুপ সি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, এই রিসার্চ প্রজেক্টটি বিখ্যাত প্রতিষ্ঠান WHO দ্বারা ফান্ডিং করা হচ্ছে।
এই প্রজেক্টে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বিভিন্ন পদের চাকরিতে নিয়োগ করা হবে। এখানে সমস্ত ভারতীয় নাগরিক তথা রাজ্যের অন্তর্গত সকল জেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষে সমস্ত ইচ্ছুক চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি বিশেষভাবে লক্ষণীয়।
আজকের প্রতিবেদনে এই চাকরির জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বেতন কাঠামো, বয়সসীমা, মোট শূন্যপদ, আবেদন পদ্ধতি, ইন্টারভিউয়ের তারিখ, ইন্টারভিউয়ের ঠিকানা প্রভৃতি গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
Govt. of India Family Welfare Group C Recruitment
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ ল্যাব টেকনিশিয়ান (Lab Technician)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 18,000 হাজার টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ আবেদন প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং MLT/PMW/Radiology/Radiography বিষয়ে দুই বছরের ডিপ্লোমা করে থাকতে হবে। এছাড়াও গভারমেন্ট সেক্টরে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 1 টি।
(2) পদের নামঃ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (Research Assistant)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 15,800 হাজার টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ আবেদন প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সংশ্লিষ্ট ফিল্ডে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 1 টি।
(3) পদের নামঃ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (Research Assistant)
বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে 31,000 হাজার টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ আবেদন প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে। বায়োলজি কিম্বা সোশ্যাল সায়েন্স বিষয় থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও পাবলিক হেলথ কিংবা কমিউনিটি মেডিসিনে মাস্টার্স করে থাকলে আবেদন করা যাবে। কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মোট শূন্যপদঃ 1 টি।
নিয়োগ পদ্ধতিঃ
বিজ্ঞপ্তি অনুসারে এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের তারিখঃ 19.09.2022 এবং 20.09.2022
ইন্টারভিউ শুরুর সময়ঃ 9.00 AM
ইন্টারভিউয়ের ঠিকানাঃ
3rd Floor, Department of Community Medicine and Family Medicine, Academic Building, AIIMS Bhubaneswar
আবেদন পদ্ধতিঃ
এখানে আবেদন করতে হবে ইমেইলের মাধ্যমে। নোটিশের সাথে আবেদনপত্রটি পেয়ে যাবেন। নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশের সাথে থাকা আবেদনপত্রটি প্রিন্ট করতে হবে।
প্রিন্ট করা আবেদন পত্রটিকে নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং তার সঙ্গে নিচে উল্লেখিত সমস্ত নথিপত্রগুলি যুক্ত করতে হবে তারপর আবেদন পত্র এবং নথিপত্রগুলি নিয়ে একটি সিঙ্গেল PDF ফাইল তৈরি করতে হবে।
ইমেলে পাঠানোর সময়, সাবজেক্ট লাইনে লিখতে হবে “Application For The Post Of (যে পদের জন্য আবেদন করেছেন তার নাম)। সবশেষে নিচে দেওয়া ইমেইলে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্রটি পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর Email: [email protected]
👍চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 কেন্দ্রীয় সংস্থায় গ্রুপ-B এবং গ্রুপ-C চাকরি
🎯 সেন্ট্রাল কোল ফিল্ডে কর্মী নিয়োগ