পশ্চিমবঙ্গের পৌরসভায় গ্রুপ সি (Group-C) এবং গ্রুপ ডি (Group-D) কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। কোচবিহার জেলার মাথাভাঙ্গা পৌরসভা (Mathabhanga Municipality)-তে এই নিয়োগটি করা হবে। ভারতীয় নাগরিক হয়ে থাকলে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই ছেলে-মেয়ে সবাই এই চাকরির জন্য আবেদন করতে পারবে।
মাথাভাঙ্গা মিনিসিপালটির আরবান হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার সেন্টারে এই নিয়োগটি করা হবে।
পৌরসভার এই গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সীমা কত হলে আবেদন করা যাবে, প্রতি মাসে কত টাকা করে বেতন পাওয়া যাবে, এবং কিভাবে আবেদন করতে হবে সমস্ত বিষয় আজকের এই প্রতিবেদনে দেওয়া হয়েছে। আবেদন করার আগে বিস্তারিত জেনে নেবেন।
Mathabhanga Municipality Group C and Group D Recruitment
নিয়োগের নোটিশ নম্বর: MM/Estt/1042/2022
নোটিশ প্রকাশের তারিখ: 01 সেপ্টেম্বর 2022
আবেদনের মাধ্যম: অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের বিস্তারিত তথ্য (Recruitment Details)
() পদের নাম- ক্লারিকাল অ্যাসিস্ট্যান্ট (Clerical Assistant)
বেতন- প্রতি মাসে 10 হাজার টাকা।
বয়স সীমা- সরকারি নিয়ম অনুযায়ী আবেদনকারীর সর্বনিম্ন বয়স 18 বছর হতে হবে। বয়সের হিসাব করতে হবে 1 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা- গ্রাজুয়েশন পাশ করতে হবে। সেইসঙ্গে কম্পিউটারের নলেজ MS অফিস এবং ইন্টারনেট চালানো জানতে হবে।
শূন্যপদ- 1 টি (UR)
() পদের নাম- ক্লিনিং স্টাফ (Cleaning Staff)
বেতন- প্রতিমাসে 5 হাজার টাকা।
বয়স সীমা- সরকারি নিয়ম অনুযায়ী আবেদনকারীর সর্বনিম্ন বয়স 18 বছর হতে হবে। বয়সের হিসাব করতে হবে 1 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা- শুধুমাত্র মাধ্যমিক পাশ হয়ে থাকলেই এই পদের জন্য আবেদন করা যাবে।
শূন্যপদ- 1 টি (UR)
নিয়োগের স্থান:
কোচবিহার জেলার মাথাভাঙ্গা মিউনিসিপালিটিতে নিয়োগ করা হবে।
চাকরির ধরন:
কন্ট্রাকচুয়াল বেসিসে চাকরিতে নিয়োগ হবে।
আবেদন প্রক্রিয়া:
(1) অফিসিয়াল নোটিশের শেষের পেজে থাকা ফর্মটি পূরণ করে অফলাইনে জমা করতে হবে।
(2) এর জন্য আবেদনকারীকে প্রথমে নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে।
(3) নোটিশ ডাউনলোড করার পর নোটিশের দুই নম্বরে দেওয়া আবেদন করার ফর্মটি A4 সাইজের পেজে প্রিন্ট করতে হবে।
(4) ফর্মটি প্রিন্ট করার পর সঠিক তথ্য দিয়ে আবেদনকারীকে সেটি পূরণ করতে হবে।
(5) ফর্ম পূরণ করা হলে দরকারী কিছু নথিপত্রের জেরক্স ফর্ম এর সাথে যুক্ত করতে হবে।
(6) এরপর আবেদন করার ফর্ম সহ সমস্ত ডকুমেন্টস এর জেরক্স গুলিকে একটি খামে ভরে খামের মুখ বন্ধ করতে হবে।
(7) সবশেষে আবেদনপত্রের ওই খামটিকে নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে। পোস্ট অফিসের মাধ্যমে অথবা সরাসরি গিয়ে আবেদনপত্র জমা করা যাবে।
আবেদনপত্রের সাথে যে সমস্ত নথিপত্র জমা দিতে হবে:
(1) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ
(2) বয়সের প্রমাণের সার্টিফিকেট
(3) কম্পিউটার সার্টিফিকেট
(4) বাসস্থানের সার্টিফিকেট
(5) আধার কার্ডের জেরক্স
(6) পাসপোর্ট সাইজের ছবি (ফর্মে লাগিয়ে দিতে হবে)
আবেদনপত্র পাঠাবার ঠিকানা:
The Chairman Mathabhanga Municipality B.N Road, Ward No-03, P.O-Mathabhanga, Dist- Cooch Behar, Pin-736146.
আবেদন ফি:
আবেদন করার জন্য কোন টাকা জমা দিতে হচ্ছে না।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) | |
নোটিশ প্রকাশ | 01.09.2022 |
আবেদন শুরু | 01.09.2022 |
আবেদন শেষ | 15.09.2022 |
👍 চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
Important Links: 👇👇
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 রাজ্যে ২৫ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ