কেন্দ্র সরকারের স্থায়ী গ্রুপ-C চাকরি, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন

Group C Army Recruitment in Allahabad Centre

কেন্দ্র সরকারের গ্রুপ-C স্থায়ী চাকরি করতে আগ্রহী চাকরিপ্রার্থীদের জন্য আজকের এই চাকরির আপডেট। ইন্ডিয়ান আর্মিতে গ্রুপ-C বিভিন্ন পদে নিয়োগের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা থাকলেই এই সমস্ত পদগুলির জন্য আবেদন করা যাবে।

অনেকেই প্রায়ই আমাদের মেসেজ করে জানায় স্যার, আর্মি গ্রুপ-সি বা ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই জানাবেন।

এর আগেও ইন্ডিয়ান আর্মির সিভিলিয়ান গ্রুপ-সি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তখনও আমরা সেই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত জানিয়েছিলাম। অনেকে আবেদনও করেছিল।

অনেক কথা বলা হল, এইবার আমরা কেন্দ্র সরকারের ইন্ডিয়ান আর্মির গ্রুপ-C স্থায়ী চাকরির জন্য ঠিক কি কি পদ রয়েছে, কোন পদে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, শুন্যপদ কয়টি আছে এবং কিভাবে আবেদন করা যাবে তা এক এক করে জেনে নেবো।

Group C Army Recruitment in Allahabad Centre

নিয়োগের তথ্য (Post Details)

(1) পদের নাম- স্টেনোগ্রাফার গ্রেড-II 

বেতন- পে লেভেল 4 অনুযায়ী প্রতি মাসে 25,500 – 81,100 টাকা।

শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। শর্টহ্যান্ডে প্রতি মিনিটে 80 টি শব্দ টাইপ করতে পারতে হবে।

শুন্যপদ- 4 টি

(2) পদের নাম- রুম অর্ডারলি 

বেতন- পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18,000 – 56,900 টাকা।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে এবং যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে ITI পাশ সার্টিফিকেট থাকতে হবে।

শুন্যপদ- 5 টি

(3) পদের নাম- মেস ওয়েটার 

বেতন- পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18,000 – 56,900 টাকা।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ।

শুন্যপদ- 1 টি

(4) পদের নাম- মেসেঞ্জার 

বেতন- পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18,000 – 56,900 টাকা।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ

শুন্যপদ- 1 টি

(5) পদের নাম- ওয়াচম্যান 

বেতন- পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18,000 – 56,900 টাকা।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ

শুন্যপদ- 4 টি

(6) পদের নাম- গার্ডেনার 

বেতন- পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18,000 – 56,900 টাকা।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ

শুন্যপদ- 1 টি

(7) পদের নাম- হাউসকিপার 

বেতন- পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18,000 – 56,900 টাকা।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ

শুন্যপদ- 3 টি

বয়সসীমাঃ  উপরের প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে থাকতে হবে।

বয়সের ছাড়ঃ  ST, SC শ্রেনিরা ৫ বছরের এবং OBC শ্রেনিরা ৩ বছরের ছাড় পাবেন।

আবেদন প্রক্রিয়াঃ

আবেদন করতে হবে অফলাইনে ফর্ম ফিল আপ এবং জমা করার মাধ্যমে। আবেদনকারীদের সুবিধার জন্য আবেদন করার ফর্ম ডাউনলোড করার লিংক নিচে দেওয়া রয়েছে। ঐ লিংকে ক্লিক করে আবেদন করার ফর্ম ডাউনলোড করতে পারবেন।

ফর্ম ডাউনলোড করে A4 মাপের কাগজে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করা হলে ফর্মটি সঠিকভাবে পূরন করতে হবে। এরপর ফর্মের সাথে দরকারি কিছু ডকুমেন্টের জেরক্স জুড়ে দিতে হবে। তারপর সেগুলিকে একটি খামে ভরে Selection Centre East, Allahabad এর ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ

Selection Center East, Allahabad, Cariappa Rd, Canton, Civil Lines, Prayagraj, Uttar Pradesh- 211001.

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখঃ  6 মে 2022 তারিখের মধ্যে স্পীড পোষ্টের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ আবেদন করার ফর্মঃ Download

▶️ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনঃ Join Now

▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-