গ্রুপ-C কেস ওয়ার্কার পদে চাকরির জন্য বিজ্ঞপ্তি, মাসিক বেতন 15 হাজার এবং 30 হাজার টাকা

Group C Case Worker Recruitment

পশ্চিমবঙ্গের আরো একটি জেলাতে গ্রুপ-C কেস ওয়ার্কার এবং সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে এই দুই পদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

আপনাকে জানিয়ে রাখি, এই দুই গ্রুপ-C পদের জন্য শুধুমাত্র মহিলা চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। তাই আমাদের রাজ্যের মহিলাদের জন্য এটি চাকরির একটি দারুন সুযোগ হতে চলেছে। 

আজকের এই চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারে জানতে নিচের দেওয়া তথ্য গুলো মনোযোগ সহকারে পড়ুন, বুঝুন তারপর চাইলে আবেদন করুন। 

Group C Case Worker Recruitment

নোটিশ নম্বরঃ  108/SW/PRL

নোটিশ প্রকাশের তারিখঃ  13.06.2022 

আবেদনের মাধ্যমঃ  অনলাইনে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। 

নিয়োগের তথ্য (Post Details)

(1) পদের নাম- সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর (Centre Administrator) 

বেতন- প্রতি মাসে 30,000 টাকা করে বেতন দেওয়া হবে। 

বয়সসীমা- 01.01.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 45 বছরের কম হতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা- 

(1) যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে। 

(2) কম্পিউটার এর জ্ঞান থাকতে হবে এবং MS Office এর কাজের দক্ষতা থাকতে হবে।

(3) বাংলা ভাষায় কথা বলতে, পড়তে এবং লিখতে পারতে হবে।

(4) ইংরেজি ভাষায় লিখতে পারতে হবে। সেইসাথে সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করার ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

শুন্যপদ- 1 টি (UR)

(2) পদের নাম- কেস ওয়ার্কার (Case Worker)

বেতন- প্রতি মাসে 15,000 টাকা করে বেতন দেওয়া হবে। 

বয়সসীমা- 11.05.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 35 বছরের কম হতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা- 

(1) যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে। 

(2) কম্পিউটার এর জ্ঞান থাকতে হবে এবং MS Office এর কাজের দক্ষতা থাকতে হবে।

(3) বাংলা ভাষায় কথা বলতে, পড়তে এবং লিখতে পারতে হবে।

(4) ইংরেজি ভাষায় লিখতে পারতে হবে। সেইসাথে ওমেন ইস্যু নিয়ে কাজ করার ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

শুন্যপদ- 2 টি (UR-1, SC-1) 

নিয়োগের স্থানঃ  পুরুলিয়া জেলায় নিয়োগ করা হবে। 

নিয়োগ প্রক্রিয়াঃ 

মোট তিনটে ধাপের নম্বরের ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে, এগুলি হল-

(1) এডুকেশনাল কুয়ালিফিকেশন- 30 নম্বর 

(2) কম্পিউটার টেস্ট (প্র্যাকটিকাল)- 15 নম্বর 

(3) মৌখিক পরীক্ষা (Viva Voce)- 5 নম্বর 

মোট নম্বরঃ  50 

(শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ২০ জন প্রার্থীকে বাছাই করা হবে। ঐ ২০ জনের মৌখিক পরীক্ষা এবং কম্পিউটার টেস্ট নেওয়া হবে। এদের মধ্যে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে)। 

চাকরির ধরনঃ 

কন্ট্রাকচুয়াল বেসিসে এক বছর সময়ের জন্য উক্ত পদের কাজে নিয়োগ করা হবে। 

আবেদন প্রক্রিয়াঃ  

পুরুলিয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীদের সুবিধার জন্য আবেদন করার ডিরেক্ট লিংক নিচে দেওয়া হয়েছে। ঐ লিংকে ক্লিক করলেই আবেদন করার পেজ খুলবে।

আবেদনকারীকে তার নাম, ঠিকানা, মোবাইল নম্বর সহ দরকারি বিভিন্ন তথ্য দিয়ে অনলাইন ফর্ম পূরণ করতে হবে। আবেদন করার সময় দরকারি কিছু ডকুমেন্ট স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে। 

গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ  13.06.2022
আবেদন শুরু  15.06.2022
আবেদন শেষ 29.06.2022

চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান

Join Kajkarmo Telegram.jpeg

▶️ নিয়োগ সংস্থারঃ Official Website

▶️ অফিসিয়াল নোটিশঃ Download

▶️ আবেদন করার লিংকঃ Apply Now

▶️ ডেইলি চাকরির আপডেটঃ Job Update

আরো চাকরির আপডেট-