রাজ্যে গ্রুপ-C ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি! তাড়াতাড়ি আবেদন করে ফেলতে হবে

Group C Clerk Assistant Recruitment

পশ্চিমবঙ্গে গ্রুপ-C লোয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার সহ একাধিক পদের চাকরিতে নিয়োগ করা হবে। এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে বিস্তারিত জানানো হয়েছে। রাজ্যের বন-হুগলিতে অবস্থিত National Institute for Locomotor Disabilities (Divyangjan) এ নিয়োগ করা হবে জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের যে কোনো যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। পদ গুলির ব্যাপারে বিস্তারিত জেনে নিন।

নোটিশ নং – 2023/ESTT./NILD/2321

নোটিশ প্রকাশ – 30-03-2023 

3. পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk) 

বেতন- পে লেভেল 2 অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে। 

শূন্যপদ – এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং হিন্দি অথবা ইংলিশে ভালো টাইপিং স্পিড থাকতে হবে।

বয়সসীমা – 27 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

2. পদের নাম- অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার (Assistant Store Keeper) 

বেতন- পে লেভেল 4 অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে। 

শূন্যপদ – এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে স্টোর হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে। কমার্সে গ্র্যাজুয়েশন করে থাকলে মিলবে অগ্রাধিকার।

বয়সসীমা – 27 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

3. পদের নাম- স্পেশাল এডুকেটর (Special Educator)

বেতন- পে লেভেল 6 অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে। 

শূন্যপদ – এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা – স্পেশাল এডুকেশনে ডিগ্রি থাকতে হবে এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে সংশ্লিষ্ট ক্ষেত্রে। কম্পিউটার জ্ঞান থাকলে মিলবে অগ্রাধিকার।

বয়সসীমা – 30 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি 

এখানে ডাইরেক্ট অথবা ডেপুটেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি 

এখানে অফলাইনে আবেদন করতে হবে। এর জন্য অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের 3 নং পাতায় যে আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে, নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। সাথে আবেদন মূল্যের একটি ডিমান্ড ড্রাফট পাঠাতে হবে।

আবেদন মূল্য 

কেবলমাত্র জেনারেল পুরুষ প্রার্থীদের 500 টাকা করে আবেদন মূল্য দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

“Director, National Institute for Locomotor Disabilities (Divyangjan), B.T. Road, Bon-Hooghly, Kolkata-700090.”

আবেদনের সময়সীমা 

আবেদনপত্র পাঠানোর শেষ দিন 30th April, 2023।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇