রাজ্যের স্কুলে চাকরি! গ্রুপ-C, গ্রুপ-D এবং টিচিং স্টাফ নিয়োগ

Group C Group D and Teaching Staff Recruitment

রাজ্যের উত্তর দিনাজপুর জেলার দুটি গভর্মেন্ট মডেল স্কুলে গ্রুপ-C, গ্রুপ-D নন টিচিং এবং টিচিং স্টাফ নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই দুটি স্কুল হল গভর্মেন্ট মডেল স্কুল, ইসলামপুর এবং গভর্মেন্ট মডেল স্কুল, চোপরা। এখানে প্রার্থীদের সরয়াসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগের সমস্ত তথ্যগুলি নেচে থেকে আপনি পরপর জেনে নিন। তারপর চাইলে আবেদন করুন। 

যে সমস্ত পদে নিয়োগ হবে

1) গেস্ট টিচার (Guest Teacher)

এখানে যেসব বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে, সেগুলো হল – বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, পদার্থ বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান

2) গ্রুপ-সি (Group C) 

3) গ্রুপ-ডি (Group D) 

মোট শূন্যপদ

এখানে গেস্ট টিচার, Group C এবং Group D পদের জন্য যথাক্রমে 7, 1 এবং 2 টি শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা 10 টি।

দরকারি যোগ্যতা

1) এখানে আবেদন করার জন্য প্রার্থীদের সরকারি অথবা বেসরকারি কোনো স্কুল থেকে শিক্ষক হিসেবে রিটায়ার করে থাকতে হবে। সাথে সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট এবং বি এড ডিগ্রি থাকতে হবে।

2) এবং 3) পদের ক্ষেত্রে আবেদন করার জন্য প্রার্থীদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদ থেকে রিটায়ার করে থাকতে হবে।

বয়সসীমা

এখানের তিনটি পদেই আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে 62 বছরের নীচে।

বেতনক্রম

বিজ্ঞপ্তিতে কোনো বেতনের কথা উল্লেখ করা হয়নি।

নিয়োগ পদ্ধতি

শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের এখানে বাছাই করা হবে।

নিয়োগের স্থায়িত্ব

প্রাথমিকভাবে 1 বছরের চুক্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

নিয়োগের স্থান

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মডেল স্কুল এবং চোপড়া গোভার্নমেন্ট স্কুলে নিয়োগ করা হবে। 

আবেদন পদ্ধতি

এখানে আলাদা করে আবেদন করতে হবে না। প্রার্থীদের প্রয়োজনীয় নথি এবং নিজের রঙিন পাসপোর্ট সাইজের দুই কপি ছবি নিয়ে নির্দিষ্ট দিনে ইন্টারভিউয়ের স্থানে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউয়ের তারিখ

  • গভর্মেন্ট মডেল স্কুল, ইসলামপুর – 02/05/2023
  • গভর্মেন্ট মডেল স্কুল, চোপরা – 03/05/2023 তারিখে ইন্টারভিউ নেওয়া হবে।

ইন্টারভিউয়ের স্থান 

Vivekananda Conference Hall, Islampur, Subdivisional Office.

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 More Job Updates 👇👇