পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায় গ্রুপ-C এবং গ্রুপ-D পদে লোক নেওয়া হবে। দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লিখিত কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ করা থাকলেই চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে।
Group C Group D Recruitment in Dakshin Dinajpur
নোটিশ নম্বরঃ 2167/042D/HDC/COM/2021-2022
(1) পদের নাম- গ্রুপ-D
বেতন- প্রতি মাসে 6,000-8,000 টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা- 25 বছরের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে।
শুন্যপদ- 1
(2) পদের নাম- গ্রুপ-C
বেতন- প্রতি মাসে 12,000 টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা- 30 বছরের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। সেইসঙ্গে সেলস পার্সন হিসেবে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
শুন্যপদ- 1
নিয়োগ প্রক্রিয়াঃ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না।
ইন্টারভিউয়ের তারিখঃ 25.11.2021, দুপুর 12.00
ইন্টারভিউয়ের স্থানঃ Conference Hall (3rd Floor), Balurghat.
আবেদন প্রক্রিয়াঃ অফলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীকে তার একটি বায়োডাটা লিখতে হবে। বায়োডাটার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট এর জেরক্স কপি জুড়ে দিয়ে একটি খামে ভরে ২২ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে।
বায়োডাটার সঙ্গে যেসমস্ত ডকুমেন্ট দিতে হবেঃ
(1) আঁধার কার্ড/ ভোটার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্ট
(2) বাসিন্দা সার্টিফিকেট
(3) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (সেলফ অ্যাটেস্টেড)
(4) অভিজ্ঞতার সার্টিফিকেট (সেলফ অ্যাটেস্টেড)
(5) বায়োডাটা (কালার ছবি লাগিয়ে)
বিঃদ্রঃ আবেদনকারীকে অবশ্যই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মিউনিসিপালিটি অথবা বালুরঘাট ব্লকের বাসিন্দা হতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 08.11.2021 |
আবেদন শুরু | 08.11.2021 |
আবেদন শেষ | 22.11.2021 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
গুরুত্বপূর্ণ লিংক |
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।