পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে হেলথ মিশনের আন্ডারে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কমিউনিটি হেলথ্ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে।
রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। ইতিমধ্যে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে আবেদনের জন্য আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, মোট শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো।
নোটিশ নম্বরঃ DHFWS/HR-J-30/1292
নোটিশ প্রকাশের তারিখঃ 18.06.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (Community Health Assistant)
বেতনঃ
উক্ত পদের জন্য প্রতি মাসে 13,000 টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ
01.01.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স কমপক্ষে 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ANM/GNM কোর্স করা থাকতে হবে এবং অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
মোট শূন্যপদঃ
10 টি।
আবেদন পদ্ধতিঃ
- উপরিউক্ত পদের জন্য আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে।
- এরপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে।
- উল্লিখিত নথিপত্রগুলো যোগ করতে হবে।
- শেষে আবেদনপত্র একটি মুখবন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ের মধ্যে জমা করতে হবে।
আবেদন ফিঃ
আবেদনকারী প্রার্থীদের আবেদন ফি হিসাবে 100 টাকা ধার্য করা হয়েছে। SC / ST / OBC / PH Cast এদের জন্য আবেদন ফি হিসেবে 50 টাকা ধার্য করা হয়েছে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
- বয়সের প্রমাণপত্র।
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
- ANM / GNM সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট।
- আবেদন ফি জমা করার কপি।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
Office of the Chief Medical Officer (DPMU SECTION ROOM NO – 7), New Administrative Building, Old out door Campus, Po – Suri, District – Birbhum, Pin – 731101, West Bengal.
গুরুত্বপূর্ণ তারিখ |
|
নোটিশ প্রকাশ | 22.06.2022 |
আবেদন শুরু | 22.06.2022 |
আবেদন শেষ | 08.07.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-