গ্রুপ-C জুনিয়র স্টোরকিপার পদে চাকরি! পুরুষ-মহিলা সবাই আবেদন করতে পারবেন

Group C Junior Storekeeper Recruitment in Department of Atomic Energy

ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি (Department of Atomic Energy) হল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি সংস্থা। এখানে গ্রুপ সি পদে বেশি কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখানে পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষার দ্বারা এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে। নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় সরকারি পে স্কেলের সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে। পদের ব্যাপারে বিস্তারিত জেনে নিন। তারপর আবেদন করুন। 

নোটিশ নং – 1/DPS/2023

যে পদে নিয়োগ হবে

জুনিয়র পারচেজ অ্যসিস্ট্যান্ট/ জুনিয়র স্টোরকিপার (Junior Purchase Assistant / Junior Storekeeper) 

মোট শূন্যপদ

এখানে মোট 65 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদন করার জন্য বিজ্ঞপ্তিতে নিম্নরূপ যোগ্যতা চাওয়া হয়েছে–

(1) আবেদনকারী প্রার্থীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

(2) সায়েন্স এবং কমার্স বিভাগে 60% নম্বর পেয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
অথবা, প্রার্থীদের Mechanical Engineering / Electrical Engineering/ Electronics / Computer Science বিষয় নিয়ে তিন বছরের ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।

বয়সসীমা

18 থেকে 27 বছর বয়সের মধ্যে প্রার্থীদের বয়স হতে হবে, অর্থাৎ, 15-05-1996 থেকে 15-05-2005 তারিখের মধ্যে প্রার্থীদের জন্ম হয়ে থাকতে হবে।সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেনী র প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। 

মাসিক বেতন

এখানে প্রার্থীদের মাসিক 25,500 থেকে 81,100 টাকা অবধি বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া

লিখিত পরীক্ষার মাধ্যমে এখানে প্রার্থীদের নির্বাচন করা হবে।

পরীক্ষার সময়সূচী

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 2nd Week of June, 2023 অর্থাৎ জুন মাসের দ্বিতীয় সপ্তাহে পরীক্ষা নেওয়া হবে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করার জন্য https://dpsdae.formflix.in ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে। আবেদন করার লিঙ্ক নিচে পেয়ে যাবেন। 

অনলাইন আবেদন ফি

কেবলমাত্র UR পুরুষদের এখানে আবেদন করার জন্য 100 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে। বাকি সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কোনো আবেদন মূল্য দিতে হবে না।

আবেদনের সময়সীমা

এখানে অনলাইনে আবেদন করে ফেলতে হবে 15.05.2023 তারিখের রাত 11.59 এর মধ্যে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇