সৈনিক স্কুল পুরুলিয়া থেকে চাকরির একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রুপ-C লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হবে। আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে প্রথমে আপনাকে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জানতে হবে।
সমস্ত চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি ইংরেজি ভাষায় লেখা থাকে। এতে অনেক চাকরিপ্রার্থীদের নিয়োগের বিষয়ে বুঝতে অসুবিধা হয়। তাই আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বাংলায় বিস্তারিত জানিয়ে থাকি।
আজকের এই চাকরির নিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো। আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, শুন্যপদ কয়টি আছে, মাসিক বেতন কত দেওয়া হবে এবং আবেদন কিভাবে করতে হবে তা নিচে জানানো হল।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk- LDC)
বেতন- প্রতি মাসে 15,000 টাকা করে বেতন দেওয়া হবে।
বয়সসীমা- 01.05.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18 – 50 বছরের মধ্যে থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-
- মাধ্যমিক পাশ হতে হবে।
- কম্পিউটারে প্রতি মিনিটে 40 টি শব্দ টাইপ করতে পারতে হবে।
- কম্পিউটারে ডিপ্লোমা গ্র্যাজুয়েট করা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
শূন্যপদ- 1 টি
নিয়োগ প্রক্রিয়াঃ
লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়াঃ
অফলাইনে ফর্ম আপ করে জমা করতে হবে। আবেদন করার ফর্ম অফিসিয়াল নোটিশে দেওয়া আছে। নোটিশ থেকে ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করা হলে ফর্মটি সঠিকভাবে পূরন করতে হবে। ফর্মের সাথে দরকারি নথিপত্রের জেরক্স জুড়ে দিতে হবে।
তারপর সমস্ত কাগজগুলিকে একটি খামে ভরতে হবে। সব কিছু ঠিক হয়ে গেলে আবেদনপত্রের খামটি পুরুলিয়া সৈনিক স্কুলের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠাবার ঠিকানাঃ
SAINIK SCHOOL PURULIA, PO: Sainik School-723104, Dist Purulia (WB)
আবেদন ফিঃ
(1) SC, ST শ্রেনিদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে 200 টাকা
(2) বাকীদের জন্য আবেদন ফি জমা করতে হবে 400 টাকা।
(3) ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখঃ 17 মে 2022
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-