রাজ্যের ‘ডিসট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমতি’ এর তরফ থেকে গ্রুপ-C কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হল। জলপাইগুড়ি জেলায় এই নিয়োগ করা হচ্ছে। তবে রাজ্যের সমস্ত জেলা থেকেই পুরুষ-মহিলা সকল আবেদনকারীরা আবেদন করতে পারবে। কোঅর্ডিনেটর এবং ডাটা এনট্রি অপারেটর পদে নিয়োগটি করা হবে।
কয়েকদিন আগেও আমরা পশ্চিমবঙ্গের আরো দুটি জেলায় এই কোঅর্ডিনেটর এবং ডাটা এনট্রি অপারেটর পদে চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে জানিয়েছিলাম। আপনি যদি kajkarmo.com ওয়েবসাইটের নিয়মিত ভিজিটার হন তাহলে অবশ্যই আপডেট পেয়েছেন।
আজকে আমরা জলপাইগুড়ি জেলার কোঅর্ডিনেটর এবং ডাটা এনট্রি অপারেটর নিয়োগের বিস্তারিত বিষয় নিচে পরপর জানাচ্ছি-
Group C recruitment in Jalpaiguri District
নোটিশ মেমো নম্বরঃ CMOH_JAL/WLK/DHFWS/3230/2021
আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 12.11.2021 |
আবেদন শুরু | 15.11.2021 |
আবেদন শেষ | 21.11.2021 |
পদ সংক্রান্ত খুটিনাটিঃ
(1) পদের নাম- কোঅর্ডিনেটর (Coordinator)
বেতন- প্রতি মাসে ৪৫ হাজার টাকা
শিক্ষাগত যোগ্যতা- হেলথ কেয়ার ম্যানেজমেন্ট অথবা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এর পোষ্ট গ্র্যাজুয়েশনের ডিগ্রি অথবা ডিপ্লোমা করা থাকতে হবে। কম্পিউটারে MS Office এর কাজের দক্ষতা থাকতে হবে। সেইসঙ্গে সরকারি অথবা বেসরকারি সংস্থায় কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা।
শুন্যপদ- 3 (UR-2, SC-1)
(2) পদের নাম- ডাটা এনট্রি অপারেটর (Data Entry Operator)
বেতন- প্রতি মাসে ১৩,৫৬০ হাজার টাকা
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। কম্পিউটারের উপর এক বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটারে MS Word, MS Excel, MS Power Point, MS Access এবং ইন্টারনেটের কাজ জানতে হবে। সেইসাথে সরকারি সংস্থায় ৩ বছরের অথবা বেসরকারি সংস্থায় ৫ বছরের কাজের অভিজ্ঞতা।
শুন্যপদ- 3 (UR-2, SC-1)
নিয়োগের স্থানঃ জলপাইগুড়ি
চাকরির ধরনঃ কন্ট্রাকচুয়াল
আবেদন প্রক্রিয়াঃ
জলপাইগুড়ি জেলার অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন। আপনার সুবিধার জন্য আবেদন করার লিংক নিচে দেওয়া রইল। ওখানে ক্লিক করলেই আবেদন করার পেজ খুলে যাবে। প্রথমে আপনাকে নোটিশ নম্বর নির্বাচন করতে হবে। তারপর একে একে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরন করতে হবে।
আবেদন ফিঃ
আন রিজার্ভ (UR) দের জন্য আবেদন ফি লাগবে 100 টাকা এবং রিজার্ভ ক্যাটেগরির আবেদনকারীদের জন্য আবেদন ফি 50 টাকা লাগবে।
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
গুরুত্বপূর্ণ লিংক |
আরো আপডেট- |
বিঃদ্রঃ উপরের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলি অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। আবেদন করার আগে নোটিশটি ডাউনলোড করে, বিষয়টি ভালো করে বুঝে নিতে পারবেন।