পশ্চিমবঙ্গের একটি স্কুলে গ্রুপ-D কর্মী এবং অ্যাসিস্ট্যান্ট টিচার পদে চাকরির একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুলে (HS)-এ এই নিয়োগ করা হবে। আপনাকে জানিয়ে রাখি এই স্কুলটি উত্তর ২৪ পরগণা জেলায় অবস্থিত।
এই চাকরির জন্য রাজ্যের প্রতিটি জেলা থেকে পুরুষ চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। আপনি যদি এই করার জন্য আবেদন চান তাহলে নিচে থেকে এই চাকরির জন্য বিস্তারিত জেনে নিন। তারপর আবেদন করুন।
নোটিশ নম্বরঃ HS/F-61/22
নোটিশ প্রকাশের তারিখঃ 29.05.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট টিচার (বায়ো সায়েন্স)
শিক্ষাগত যোগ্যতা- বায়ো সায়েন্স বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে এবং B.Ed কোর্স করা থাকতে হবে।
(2) পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট টিচার (ইতিহাস)
শিক্ষাগত যোগ্যতা- ইতিহাস বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে এবং B.Ed কোর্স করা থাকতে হবে।
(3) পদের নামঃ গ্রুপ-D (পিয়ন)
শিক্ষাগত যোগ্যতা- অষ্টম শ্রেনি পাশে আবেদন করা যাবে।
বয়সসীমাঃ
আবেদনকারীর বয়স থাকতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে। বয়সের হিসেব করা হবে 01.01.2022 তারিখ অনুযায়ী।
বয়সের ছাড়ঃ
সরকারি নিয়ম অনুযায়ী SC, SC শ্রেনিরা ৫ বছরের এবং OBC শ্রেনিরা ৩ বছরের ছাড় পাবেন।
নিয়োগ প্রক্রিয়াঃ
লিখিত পরীক্ষা, অ্যাকাডেমিক কুয়ালিফিকেশন, মৌখিক পরীক্ষা (Viva-voce) এবং ক্লাসরুম ডেমনস্ট্রেশন- এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়াঃ
অ্যাসিস্ট্যান্ট টিচার এবং গ্রুপ-D পদের জন্য আলাদা আলাদা ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। আবেদন ফর্ম নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।
আপনার ইচ্ছা অনুযায়ী যেকোনো একটি ফর্ম ডাউনলোড করে A4 পেজে প্রিন্ট করুন। প্রিন্ট করার পর ফর্মটি সঠিকভাবে পূরণ করুন। এরপর ফর্মের সাথে সাপোর্টিং বা দরকারি ডকুমেন্টগুলি একসাথে জুড়ে দিন। তারপর সেগুলিকে একটি খামে ভরে খামের মুখ বন্ধ করে দিন।
আবেদনপত্রের ঐ খামটি রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল (HS)-এর অফিসে জমা করতে হবে। আবেদনপত্র নিজের হাতে করে জমা করে আসতে হবে। আবেদনপত্র জমা করার টাইমিং হচ্ছে 11.00 AM to 2.00 PM।
আবেদন ফিঃ
400 টাকা আবেদন ফি বাবদ জমা করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 29.05.2022 |
আবেদন শুরু | 29.05.2022 |
আবেদন শেষ | 14.06.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ অ্যাসিস্ট্যান্ট টিচার অফিসিয়াল নোটিশঃ Download
▶️ গ্রুপ-D (পিয়ন) অফিসিয়াল নোটিশঃ Download
▶️ অ্যাসিস্ট্যান্ট টিচার আবেদন করার ফর্মঃ Download
▶️ গ্রুপ-D (পিয়ন) আবেদন করার ফর্মঃ Download
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পাশে গ্রুপ-C চাকরি
- অনেকগুলি শুন্যপদে স্থায়ী হেড কনস্টেবল নিয়োগ
- ইন্ডিয়ান ব্যাংকে স্থায়ী পদে চাকরি