প্রতিদিনকার মতো আজকেও আমরা একদম নতুন একটি চাকরির আপডেট নিয়ে আপনার সামনে হাজির করেছি। ভারতের ট্রপিকাল ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউট-এ গ্রুপ-D ফরেস্ট গার্ড, গ্রুপ-C লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টি টাস্কিং স্টাফ সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। প্রথমেই জানিয়ে রাখি এটি অল ইন্ডিয়া চাকরির ভ্যাকান্সি। তাই আমাদের রাজ্যের প্রতিটি জেলা থেকেই চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে।
আর বেশি কথা না বাড়িয়ে এইবার আমরা এই নিয়োগের গুরুত্বপূর্ন বিষয় যেমন- ঠিক কোন কোন পদে নিয়োগ করা হবে, কোন পদে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, পদ অনুযায়ী শুন্যপদের সংখ্যা, মাসিক বেতন এবং আবেদন করার সম্পূর্ন প্রক্রিয়া সম্পর্কে জেনে নিই।
Group D Forest Guard and Group C Recruitment
নোটিশ নম্বরঃ TFRI/JBP/DR-2/2022
যেসমস্ত পদে আবেদন করতে পারবেনঃ
(1) ফরেস্ট গার্ড
(2) মাল্টি টাস্কিং স্টাফ
(3) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
(4) স্টেনোগ্রাফার গ্রেড-II
(5) লোয়ার ডিভিশন ক্লার্ক
(6) টেকনিশিয়ান, ইলেকট্রিকাল, প্লাম্বার, কার্পেন্টার
নিয়োগের তথ্য (Post Details)
(1) পদের নাম- ফরেস্ট গার্ড
বেতন- পে লেভেল 2 অনুযায়ী প্রতি মাসে 19,900 – 63,200 টাকা
বয়সসীমা- 05.03.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18-27 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করা থাকতে হবে। স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো ফরেস্ট গার্ড ট্রেনিং ইন্সটিটিউট থেকে ‘ফরেস্ট্রি ট্রেনিং’ করা থাকতে হবে।
শুন্যপদ- 3 টি (UR)
(2) পদের নাম- মাল্টি টাস্কিং স্টাফ
বেতন- পে লেভেল 1 অনুযায়ী প্রতি মাসে 18,000 – 56,900 টাকা
বয়সসীমা- 05.03.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18-27 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- শুধুমাত্র মাধ্যমিক পাশ হয়ে থাকলেই মাল্টি টাস্কিং স্টাফ পদের জন্য আবেদন করা যাবে।
শুন্যপদ- 16 টি (UR-9, EWS-1, SC-1, ST-1, OBC-4)
(3) পদের নাম- টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
বেতন- পে লেভেল 5 অনুযায়ী প্রতি মাসে 29,200 – 92,300 টাকা
বয়সসীমা- 05.03.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 21-30 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো ইউনিভার্সিটি থেকে বিজ্ঞান অর্থাৎ বোটানি/জুওলজি/বায়োটেকনলজি/ ফরেস্ট্রি- এর মধ্যে যেকোনো একটি বিষয়ে গ্র্যাজুয়েশন (ব্যাচেলর) ডিগ্রি থাকতে হবে।
শুন্যপদ- 9 টি (UR-5, SC-1, ST-2, OBC-1)
(4) পদের নাম- স্টেনোগ্রাফার গ্রেড-II
বেতন- পে লেভেল 5 অনুযায়ী প্রতি মাসে 25,500 – 81,100 টাকা
বয়সসীমা- 05.03.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18-27 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ৮০ টি শব্দ টাইপ করতে পারতে হবে।
শুন্যপদ- 2 টি (UR)
(5) পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক
বেতন- পে লেভেল 2 অনুযায়ী প্রতি মাসে 19,900 – 63,200 টাকা
বয়সসীমা- 05.03.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18-27 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। সেইসাথে প্রতি মিনিটে 30 টি ইংরেজি শব্দ টাইপ করতে পারতে হবে।
শুন্যপদ- 9 টি (UR-4, SC-2, ST-2, OBC-1)
(6) পদের নাম- টেকনিশিয়ান (ইলেকট্রিকাল, প্লাম্বার, কার্পেন্টার)
বেতন- পে লেভেল 2 অনুযায়ী প্রতি মাসে 19,900 – 63,200 টাকা
বয়সসীমা- 05.03.2022 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স 18-30 বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করতে হবে এবং নির্দিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট থাকতে হবে।
শুন্যপদ- 3 টি
নিয়োগ প্রক্রিয়াঃ লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট/ প্রফিসিয়েন্সি টেস্ট এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
নিয়োগের স্থানঃ ভারতের ট্রপিকাল ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউট এর অধীনস্থ যেকোনো সংস্থায় নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়াঃ
অনলাইন প্রক্রিয়ায় আবেদন করতে হবে। আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটটি হল mponline.gov.in. প্রতিদিনকার মতো আজকেও আবেদন করার অফিসিয়াল লিংক নিচে দেওয়া হল। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা 07 ফেব্রুয়ারি 2022 তারিখ থেকে 5 মার্চ 2022 তারিখ অবধি আবেদন করতে পারবে।
আবেদন ফিঃ
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 07.02.2022 |
আবেদন শুরু | 07.02.2022 |
আবেদন শেষ | 05.03.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-
- ইন্টারভিউতে যে ১২ টি কাজ একদম করবেন না
- রাজ্যের স্কুলে নাইট গার্ড এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ
- ইয়ং প্রফেশনাল পদে চাকরি