রাজ্যের পৌরসভায় গ্রুপ-C, গ্রুপ-D পদে চাকরি- মাধ্যমিক পাশে আবেদন করুন

Group D Group C Recruitment in New Barrackpore Municipality

পশ্চিমবঙ্গের একটি পৌরসভায় গ্রুপ-সি (Group-C) ক্লার্ক এবং গ্রুপ-ডি (Group-D) ক্লিনিং স্টাফ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কমপক্ষে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই এই চাকরিটি করা যাবে। 

এই চাকরির নিয়োগের ক্ষেত্রে ভালো একটি বিষয় হচ্ছে, লিখিত কোন পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নির্দিষ্ট কাজের জন্য নিয়োগ করানো হবে। 

আজকের এই প্রতিবেদনে গ্রুপ-ডি এবং গ্রুপ-সি এই চাকরির জন্য ঠিক কবে কবে ইন্টারভিউ নেওয়া হবে, কোথায় ইন্টারভিউ নেওয়া হবে এবং নিয়োগের বিস্তারিত তথ্য নিচে জানানো হয়েছে। 

Group-D Group-C Recruitment in New Barrackpore Municipality

Group D Group C Recruitment in New Barrackpore Municipality

গ্রুপ-ডি এবং গ্রুপ-সি নিয়োগের বিস্তারিত তথ্য ( Group-D, Group-C Recruitment Details)

যে সমস্ত পদে নিয়োগ করা হবে:

(1) ক্লারিকেল অ্যাসিস্ট্যান্ট- গ্রুপ সি (Clerical Assistant- Group C)

(2) ক্লারিকেল স্টাফ- গ্রুপ ডি (Clerical Staff- Group D)

শিক্ষাগত যোগ্যতা এবং বেতন সংক্রান্ত তথ্য

(1) পদের নাম: ক্লারিকেল অ্যাসিস্ট্যান্ট- গ্রুপ সি

বেতন: প্রতি মাসে ১০ হাজার টাকা

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃতি প্রাপ্ত ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন পাস করতে হবে। সেই সাথে কম্পিউটারে MS Word এবং ইন্টারনেটের কাজ জানতে হবে। 

বয়স সীমা: আবেদনকারী চাকরিপ্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। 

(2) পদের নাম: ক্লারিকেল স্টাফ- গ্রুপ ডি

বেতন: প্রতি মাসে ৫০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস (Madhyamik Pass)

বয়স সীমা: আবেদনকারী চাকরিপ্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে। 

নিয়োগের স্থান: নিউ ব্যারাকপুর মিউনিসিপালিটিতে নিয়োগ করা হবে। 

নিয়োগ প্রক্রিয়া: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। 

ইন্টারভিউ এর স্থান: Conference Room 2nd Floor New Barrackpore municipality. 

ইন্টারভিউয়ের তারিখ: 

(1) ক্লারিকেল অ্যাসিস্ট্যান্ট (গ্রুপ সি): 23.11.2022

(2) ক্লারিকেল স্টাফ (গ্রুপ ডি): 24.11.2022

ইন্টারভিউ এর সময়: নির্দিষ্ট দিনে সকাল ১১ টা থেকে শুরু করে দুপুর ২ টো পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া চলবে। 

বিঃদ্র: নতুন কোনো চাকরির আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। নিচে যুক্ত (Join) হওয়ার লিংক দেওয়া রয়েছে ঐ লিংকে ক্লিক করলেই যুক্ত হয়ে যেতে পারবেন। ওখানেই সর্বপ্রথম আপডেট দেওয়া হয়। আর আপনি যদি অলরেডি যুক্ত হয়ে থাকেন এই মসেজটি প্লিজ Ignore করুন। 

(গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি) Important Links:  👇👇

✅ কাজকর্ম Whatsapp গ্রুপে জয়েন হোন Click Here
✅ Telegram Channel Join Now
অফিসিয়াল ওয়েবসাইট Click Here
 অফিসিয়াল নোটিশ Download
ডেইলি চাকরির আপডেট Job Update

🔥 আরো চাকরির আপডেট 👇👇

🎯 জহরলাল নেহেরু ইনস্টিটিউটে গ্রুপ-B কর্মী নিয়োগ

🎯 রেলে ৩৫ হাজার কর্মী নিয়োগের দারুন আপডেট

🎯 অ্যামাজন কোম্পানিতে ফ্রেশার নিয়োগ ২০২২