রাজ্যে গ্রুপ-D পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক বা ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট-এর অফিস থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উত্তর দিনাজপুর জেলাতে নিয়োগ করা হলেও পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে।
এই চাকরির নিয়োগের ক্ষেত্রে দুটি দারুন বিষয় রয়েছে। একটি হচ্ছে অষ্টম শ্রেনি পাশে আবেদন করা যাবে। আর একটি হচ্ছে লিখিত কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আর বেশি কথা না বাড়িয়ে এইবার আমরা পদের নাম, মাসিক বেতন থেকে শুরু করে আবেদন প্রক্রিয়া সহ নিয়োগের বিস্তারিত বিষয় জেনে নেবো।
নোটিশ মেমো নম্বরঃ 397
নোটিশ প্রকাশের তারিখঃ 22.04.2022
পদের নামঃ অর্ডারলি (Orderly)
বেতনঃ প্রতি মাসে 7,000 টাকা করে বেতন দেওয়া হবে।
বয়সসীমাঃ এই পদে চাকরির জন্য আবেদনকারীর বয়স হতে হবে 21 – 40 বছরের মধ্যে। বয়সের হিসেব করতে হবে 01.04.2022 তারিখ অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেনি পাশ করে থাকতে হবে।
শুন্যপদঃ 2 টি (UR-1, UR-EC-1)
চাকরির ধরনঃ কন্ট্রাকচুয়াল
নিয়োগ প্রক্রিয়াঃ শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। কোনো রকমের লিখিত পরীক্ষা এক্ষেত্রে নেওয়া হবে না।
ইন্টারভিউয়ের তারিখঃ 30 এপ্রিল 2022
ইন্টারভিউয়ের সময়ঃ সকাল 11.00 টা থেকে ইন্টারভিউ শুরু হবে।
ইন্টারভিউয়ের স্থানঃ Multipurpose Meeting Hall, Karnajora, Uttar Dinajpur.
ইন্টারভিউয়ের জন্য অ্যাপ্লিকেশনঃ
অফিসিয়াল নোটিশের একেবারে শেষের পেজে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে। ঐ ফর্মটি ফিল আপ করে ইন্টারভিউয়ের দিন নিয়ে যেতে হবে।
প্রথমে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। তারপর নোটিশ থেকে আবেদন করার ফর্মটি A4 পেজে প্রিন্ট করতে হবে। তারপর ফর্মটি ফিল আপ করে সাথে দরকারি কিছু ডকুমেন্টের জেরক্স জুড়ে দিয়ে ইন্টারভিউয়ের দিন নিয়ে যেতে হবে।
ইন্টারভিউয়ের দিন যেসমস্ত ডকুমেন্ট লাগবেঃ
(1) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা মার্কশীট
(2) বয়সের প্রমানপত্রের ডকুমেন্ট
(3) আঁধার কার্ড অথবা ভোটার কার্ড
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনঃ Join Now
▶️ ডেইলি চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-