পশ্চিমবঙ্গ সরকারের বস্ত্র দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই এক নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তসর বন্ধু গ্রুপ D (Tasar Bandhu- Group D) পদে প্রার্থী নিয়োগ করা হবে।
এই পদের জন্য কোনোরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না, সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। নিজে হাতে আবেদনপত্র উল্লেখিত ঠিকানার ড্রপবক্সে জমা করতে হবে।
আজকের প্রতিবেদনে তসর বন্ধু পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন, শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি সহ সমস্ত তথ্য নিচে সুস্পষ্টভাবে আলোচনা করা হলো।
নোটিশ নম্বরঃ 115
নোটিশ প্রকাশের তারিখঃ 21.07.2022
আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের তথ্য (Post Details)
পদের নামঃ
তসর বন্ধু (Tasar Bandhu)
বেতনঃ
উক্ত পদের জন্য প্রতিমাসে 5,000 টাকা বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে।
অন্যান্য যোগ্যতাঃ
- আবেদনকারীকে অবশ্যই তসরচাষী বা তসরচাষি পরিবারভুক্ত হতে হবে।
- তসরচাষ সংক্রান্ত প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
- পুরুলিয়া- 1 ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- ভোটার কার্ড ও আধার কার্ড থাকতে হবে।
- নিজস্ব বাইসাইকেল এবং স্মার্টফোন থাকতে হবে।
- যেকোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে।
- বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ুন।
বয়সসীমাঃ
উক্ত পদের জন্য আবেদনপ্রার্থীর বয়স 01.01.2022 তারিখ অনুযায়ী 25 থেকে 45 বছরের মধ্যে হতে হবে।
মোট শূন্যপদঃ
01 টি।
নিয়োগ পদ্ধতিঃ
এখানে প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের তারিখ – 11.08.2022
ইন্টারভিউয়ের স্থান – পুরুলিয়া – 1 ব্লক অফিস
আবেদন পদ্ধতিঃ
- এই পদের জন্য আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।
- নিচে দেওয়া লিঙ্ক থেকে নোটিশ এর সাথে দেওয়া আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে।
- এরপরে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
- উল্লেখিত সমস্ত নথিপত্রগুলি যোগ করতে হবে।
- সবশেষে আবেদনপত্রটি একটি মুখবন্ধ খামে ভরে উল্লিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
- ভোটার কার্ড বা আধার কার্ড।
- মাধ্যমিক পাশের মার্কশিট।
- মাধ্যমিকের এডমিট কার্ড।
- সেরিকালচার প্রশিক্ষণের শংসাপত্র। (যদি থাকে)
- তসর পরিবারভুক্ত কিনা তার শংসাপত্র।
- অন্য কোনো অভিজ্ঞতা থাকলে তার শংসাপত্র।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ
পুরুলিয়া- 1 ব্লক (BDO) অফিসের ড্রপবক্সে আবেদনপত্র ও সমস্ত তথ্যের জেরক্স কপি একসাথে খামে ভরে জমা করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ | |
নোটিশ প্রকাশ | 21.07.2022 |
আবেদন শুরু | 21.07.2022 |
আবেদন শেষ | 02.08.2022 |
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
▶️ নিয়োগ সংস্থারঃ Official Website
▶️ প্রতিদিনের চাকরির আপডেটঃ Job Update
আরো চাকরির আপডেট-