রাজ্যের অন্তর্গত হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড (Haldia Petrochemical Limited) থেকে ইতিমধ্যেই বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
পশ্চিমবঙ্গের অন্তর্গত প্রতিটি জেলা থেকেই পুরুষ ও মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই এখানে আবেদন করার যোগ্য। আপনি কি এই চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক? তাহলে নিয়োগের বাকী তথ্য গুলি নিচে থেকে একবার দেখে আবেদন করতে পারবেন কিনা দেখে নিন।
নিচের প্রতিবেদনে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি প্রভৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি এখানে আবেদন করতে ইচ্ছুক হন তাহলে নিচের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে নিন।
Haldia Petrochemicals Senior Manager Recruitment 2023
(1) পদের নামঃ সিনিয়র ম্যানেজার (Senior Manager)
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো MCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS বা DIH বা AFIH ডিগ্রী পাশ করে থাকতে হবে।
অভিজ্ঞতা: এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রায় 15 থেকে 20 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে।
প্রয়োজনীয় স্কিল:
- প্রার্থীর অবশ্যই ভালো এনালিটিক্যাল স্কিল থাকতে হবে।
- এক্সিলেন্ট ম্যান মেনেজমেন্ট স্কিল থাকতে হবে।
- বিল্ডিং রিলেশনশিপের স্কিল থাকতে হবে।
(2) পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (Assistant Administrative Officer)
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে B.E বা B.Tech ডিগ্রী পাশ করে থাকতে হবে।
অভিজ্ঞতা: এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রায় 3 থেকে 4 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে।
প্রয়োজনীয় স্কিল:
- ইম্প্যাক্টফুল কমিউনিকেশন স্কিল থাকতে হবে।
- মেকানিক্যাল ইকুইপমেন্টে কাজ করাই দক্ষ থাকতে হবে।
- কাস্টমার ওরিন্টেশনের জ্ঞান থাকতে হবে।
আবেদন পদ্ধতি
হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড থেকে প্রকাশিত এই চাকরির জন্য সবাইকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি সহজেই নিজের মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে এখানে আবেদন করে নিতে পারবেন। কিভাবে আবেদন করতে হবে তা নিচে আলোচনা করা হলো।
(1) সবার প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইট www.haldiapetrochemicals.com এ যেতে করতে হবে।
(2) তারপরে আবেদনপত্রটি নির্দিষ্ট পদ অনুযায়ী ভালোভাবে পূরণ করতে হবে।
(3) সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
(4) সবশেষে আবেদনপত্রটি ফাইনাল সাবমিট করে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।
আবেদন শেষ: 31.01.2023 (31 জানুয়ারি 2023) তারিখের মধ্যে আবেদন করতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links)
👇👇👇👇
✅ কাজকর্ম WhatsApp গ্রুপ- Click Here
✅ অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
✅ অফিসিয়াল নোটিস – Click Here
✅ আবেদন করার লিংক (1) Click Here
✅ আবেদন করার লিংক (2) Click Here
✅ ডেইলি চাকরির আপডেট- Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇
🎯 মিশন নির্মল বাংলা প্রকল্পে চাকরি
🎯 রাজ্যের STM-এ গ্রুপ-সি DEO পদে চাকরি